হাসান আজিজুল হকের গল্প: মুক্তিযুদ্ধের শিল্পভাষ্য
Keywords:
স্বাধিকার আন্দোলন, গণহত্যা, নারী নির্যাতন, শরণার্থী, গেরিলা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধোত্তর বাস্তবতা, প্রতিরোধ সংগ্রাম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যAbstract
বাংলাদেশের কথাসাহিত্যের ধারায় হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১) প্রাতিস্বিক ব্যক্তিত্ব। গত শতকের ষাটের দশকে বাংলা সাহিত্যাঙ্গনে তাঁর দীপ্র আবির্ভাব। ছোটোগল্পের ধারায় তাঁর সাফল্য ও সিদ্ধি অবিসংবাদিত। সমকালীন সমাজ ও জীবনের বিচিত্র বিষয় তাঁর ছোটোগল্পে স্থান পেয়েছে। শিল্পের দায়বোধ থেকে আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির বিবিধ বিষয়, রাঢ়বঙ্গের জীবন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুর্ভিক্ষপীড়িত সমাজ, সাম্প্রদায়িক দাঙ্গা, স্বদেশি আন্দোলন, মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাস্তবতা প্রভৃতি বিষয়কে অসাধারণ নৈপুণ্যে রূপায়িত করেছেন তিনি। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে গল্পরচয়িতাদের মধ্যে হাসান আজিজুল হক নিঃসন্দেহে অগ্রগণ্য। মুক্তিযুদ্ধের নানা অনুষঙ্গ ও প্রেক্ষিত বহুমাত্রিক তাৎপর্যসহ তাঁর গল্পে চিত্রিত হয়েছে। বর্তমান প্রবন্ধে তাঁর ছোটোগল্পে প্রতিফলিত মুক্তিযুদ্ধের নানা অনুষঙ্গের স্বরূপ অন্বেষার প্রয়াস গৃহীত হয়েছে।
Downloads
References
আবু জাফর (১৯৯৬)। হাসান আজিজুল হকের গল্পের সমাজবাস্তবতা। ঢাকা: বাংলা একাডেমি
আবুল হাসনাত (২০০৭)। হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধ রচনাসমগ্র। ঢাকা: চারুলিপি প্রকাশন
চঞ্চল কুমার বোস (২০১৬)। বাংলাদেশের ছোটগল্প: জীবনজলধির শিল্প। ঢাকা: সুচয়নী পাবলিশার্স
চন্দন আনোয়ার (২০১৯)। হাসান আজিজুল হকের কথাসাহিত্য: বিষয়বিন্যাস ও নির্মাণকৌশল। ঢাকা: বাংলা একাডেমি
মালেকা বেগম (২০১১)। মুক্তিযুদ্ধে নারী। ঢাকা: প্রথমা প্রকাশন
সরিফা সালোয়া ডিনা (২০১০)। হাসান আজিজুল হক ও আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প: বিষয় ও প্রকরণ। ঢাকা: বাংলা একাডেমি
সিরাজুল ইসলাম (২০০৩)। ‘বাংলাদেশের পঁচিশ বছরের ছোটগল্প’, বাংলাদেশের পঁচিশ বছরের সাহিত্য (সাঈদ-উর-রহমান সম্পাদিত)। ঢাকা: বাংলা একাডেমি
হাসান আজিজুল হক (২০০৩)। ‘বাংলাদেশ পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায়, অতলের আঁধি’, রচনাসমগ্র-৪। ঢাকা: সাহিত্যিকা
হাসান আজিজুল হক (২০১১)। গল্পসমগ্র-১। ঢাকা: মাওলা ব্রাদার্স
হাসান আজিজুল হক (২০১১)। গল্পসমগ্র-২। ঢাকা: মাওলা ব্রাদার্স
Abdullah, Zobayer. “হাসান আজিজুল হকের স্বাধীনতা-উত্তর ছোটগল্পে নিম্নবর্গীয় মানুষের অস্তিত্বসংকটের রূপায়ণ.” সাহিত্য পত্রিকা-Shahitto Potrika| University of Dhaka, vol. 56, no. 1, 2018, pp. 253–70, https://doi.org/10.62328/sp.v56i1.10.
Published
Issue
Section
License
Copyright (c) 2025 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.