Submissions

Login or Register to make a submission.

Author Guidelines

সাহিত্য পত্রিকা'য় লেখা পাঠানোর ক্ষেত্রে

১. সাহিত্য, শিল্প-সংস্কৃতি ও ভাষা বিষয়ক মৌলিক গবেষণামূলক প্রবন্ধ যা অন্য কোনো পত্রিকায় প্রেরিত হয়নি বা ছাপার জন্য মনোনীত হয়নি, এমন লেখা পাঠাতে হবে। সম্পাদকের কাছে পাঠানো প্রবন্ধ বিশেষজ্ঞ মূল্যায়নকারীর প্রতিবেদনের ভিত্তিতে এই পত্রিকায় প্রকাশ করা হয়।

২. প্রবন্ধের ২ (দুই) কপি সম্পাদকের কাছে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। লেখার একটি কপি ইমেইলেও পাঠাতে হবে। ১ম পৃষ্ঠায় প্রবন্ধের শিরোনাম, প্রবন্ধকারের নাম, প্রাতিষ্ঠানিক পরিচিতি ও ফোন নম্বর লেখা থাকবে। মূল প্রবন্ধ শিরোনামসহ ২য় পৃষ্ঠ থেকে শুরু করতে হবে।

৩. প্রবন্ধের মূলপাঠ এ4 কাগজে ১২ পয়েন্ট ইউনিকোড 'কালপুরুষ' (Kalpurush) ফন্টে দুই লাইনের মাঝখানে ১.৫ ফাঁক রেখে ডানে-বামে সমতা (justified) রেখে পাঠাতে হবে। কাগজের চার দিকে এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখতে হবে।

৪. মূলপাঠে সংগতি রেখে প্রবন্ধের বক্তব্য যথাসম্ভব পরিচ্ছেদ ও উপ-পরিচ্ছেদে ভাগ করা বাঞ্ছনীয়। এক্ষেত্রে পরিচ্ছেদ ও উপ-পরিচ্ছেদের শিরোনামসহ ১, ১.১, ১.১.১ এভাবে বিন্যস্ত করা যেতে পারে।

৫. মূলপাঠে সারণি ও চিত্র থাকলে সেগুলোর পর্যায়ক্রমিক সংখ্যা (১, ২, ৩...) দিতে হবে। প্রত্যেক সারণি ও চিত্রের আখ্যাও (caption) দিতে হবে।

৬. টীকা, উদ্ধৃতি ও সহায়কপঞ্জি ব্যবহারে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে:

  •  মূলপাঠে কোনো বিষয় সম্পর্কে অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন হলে অথবা নতুন কোনো অভিধা (term) সম্পর্কে বক্তব্য উপস্থাপন করতে হলে তা মূলপাঠের অতিরিক্ত অন্তাটকায় (end-note) সংখ্যাসহ উপস্থাপন করতে হবে।
  •  প্রবন্ধের মূলপাঠে অন্য কোনো লেখকের সংক্ষিপ্ত উদ্ধৃতি থাকলে তা একই অনুচ্ছেদে সূত্রসহ উদ্ধারচিহ্ন (৩) দিয়ে উল্লেখ করতে হবে। তবে উদ্ধৃতির দৈর্ঘ্য ২৫ শব্দের বেশি হলে তা মূলপাঠের নিচে বাম দিকে আধা ইঞ্চি ভেতরে (indenting) নিয়ে নতুন অনুচ্ছেদে উদ্ধৃতি-সূত্রসহ উল্লেখ করতে হবে। এক্ষেত্রে উদ্ধারচিহ্ন ব্যবহার করার প্রয়োজন নেই। উদ্ধৃতি-সূত্র উল্লেখ করার ক্ষেত্রে লেখকের নামের প্রথম অংশ, প্রকাশকাল ও পৃষ্ঠাসংখ্যা দিতে হবে। প্রবন্ধকার অন্য লেখকের উদ্ধৃতি বা মতামত নিজের ভাষায় বর্ণনা (paraphrasing) করলেও পৃষ্ঠাসংখ্যা উল্লেখের প্রয়োজন রয়েছে। নমুনা: (বুদ্ধদেব ১৪০৪: ৩২)
  •  প্রবন্ধের মূলপাঠের শেষে একটি সহায়কপঞ্জি যোগ করতে হবে। সহায়কপঞ্জি বিন্যস্ত হবে লেখকের নামের বর্ণক্রম অনুযায়ী। বাংলা সহায়ক বই/পত্রিকার পরে ইংরেজি সহায়ক বই/পত্রিকার তালিকা থাকবে। নমুনা:

বই থেকে

সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯৯৬)। নাটকসমগ্র (হায়াৎ মামুদ সম্পাদিত)। ঢাকা: প্রতীক প্রকাশনা সংস্থা।

গ্রন্থভুক্ত প্রবন্ধ থেকে

বশির আলহেলাল (১৯৮৯)। লালসালু উপন্যাসে ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও সমাজ-বিশ্লেষণ, বালসালু এবং ওয়ালীউল্লাহ (মমতাজউদদীন আহমদ সম্পাদিত)। ঢাকা: অনিন্দ্য প্রকাশন।

পত্রিকা থেকে

হাসান আজিজুল হক (২০১৪)। নিজের মতো পাঠ: লালসালু, নান্দীপাঠ (সাজ্জাদ আরেফিন

সম্পাদিত)। ঢাকা।

যোগাযোগের ঠিকানা

সম্পাদক, সাহিতা পত্রিকা

বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ১০০০।

ইমেইল: shahittopotrika@du.ac.bd

Submission Preparation Checklist

All submissions must meet the following requirements.

  • This submission meets the requirements outlined in the Author Guidelines.
  • This submission has not been previously published, nor is it before another journal for consideration.
  • All references have been checked for accuracy and completeness.
  • All tables and figures have been numbered and labeled.
  • Permission has been obtained to publish all photos, datasets and other material provided with this submission.

Privacy Statement

The names and email addresses entered in this journal site will be used exclusively for the stated purposes of this journal and will not be made available for any other purpose or to any other party.