শওকত আলীর উপন্যাসে দেশভাগ: বাঙালির আত্মপরিচয় অনুসন্ধান
Keywords:
দেশভাগ, বাঙালি, আত্মপরিচয়, জাতিসত্তা, অসাম্প্রদায়িকতা, আত্ম-আবিষ্কার, অস্তিত্ব-সংকট, রাজনৈতিক দর্শন, স্বাধীনতা ও মুক্তিAbstract
ভারতীয় উপমহাদেশের হাজার বছরের ভৌগোলিক ইতিহাসে ১৯৪৭ সালের দেশভাগ এক বেদনাবিধুর চেতনাসমৃদ্ধ অনুষঙ্গ। ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির কূটচালে অখণ্ড ভারতভূমি দ্বিখণ্ডিত হয়, যা দেশভাগ নামে পরিচিত। বৈদিক যুগের প্রাক-আর্য থেকে ১৯৪৭ সালের পূর্বপর্যন্ত নানা ভিনদেশি শাসক, বিজাতি, বিভাষী ও বিধর্মী ভারতভূমি শাসন ও শোষণ করেছে। ব্রিটিশরা ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার পূর্বে জাতি ও ধর্মের নামে যে দুইটি দেশের সৃষ্টি করেছে, তা সংকটে ফেলেছে বঙ্গভূমিকে, বঙ্গভাষাকে এবং বাঙালি জাতিকে। এই দেশভাগ নীতিতে ক্ষতিকর প্রভাব পড়েছে অখণ্ড বাংলায়। দুই দেশের জনজাতি ঔপনিবেশিক শাসন-শোষণ থেকে স্বাধীনতা ও মুক্তি পেলেও তারা হারিয়েছে নিজেদের জাতিসত্তাগত পরিচয়। যে বাঙালি জাতি সর্বদা তার আত্মপরিচয় নিয়ে গর্ব অনুভব করেছে, এর ফলে সে সত্তাগত অস্তিত্ব-সংকটে পড়েছে। এসব বিষয় শওকত আলীর ওয়ারিশ (১৯৮৯), উত্তরের খেপ (১৯৯১), স্ববাসে প্রবাসে (২০০১), বসত (২০০৫) ইত্যাদি উপন্যাসে উঠে এসেছে। লেখক পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে চলে আসতে বাধ্য হন। তিনি ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতি নিয়ে রচনা করেছেন এসব কালজয়ী উপন্যাস। এগুলো শৈল্পিক কাঠামোতে ঋদ্ধ এবং ঐতিহাসিক তাৎপর্যবহ। এসব রচনায় ঔপন্যাসিক বাঙালির আত্মপরিচয় অনুসন্ধানের চেষ্টা করেছেন। এতে আলোচিত হয়েছে লেখকের নিজের জন্মভূমি ত্যাগের যন্ত্রণা এবং মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিন্তা ও সামাজিক মূল্যবোধের মনস্তাত্ত্বিক জটিলতা। এসব উপন্যাসে বাঙালি জাতিসত্তার মর্মমূল অনুসন্ধানে অনুসৃত হয়েছে ঐতিহাসিক গবেষণাপদ্ধতি। বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয় অন্বেষণের সূত্র ধরে আলোচ্য প্রবন্ধে দেশভাগের যন্ত্রণাময় অনুভূতি এবং বাঙালির আত্মপরিচয়ের সংকট অনুসন্ধান করার প্রয়াস নেওয়া হয়েছে।
Downloads
References
আবুল কাসেম ফজলুল হক (২০২৩)। ‘বাঙলি জাতি’, বাঙলাদেশ (মনসুর মুসা সম্পাদিত)। ঢাকা: আগামী প্রকাশনী
আহমদ রফিক (২০১৫)। ‘দেশবিভাগের পটভূমিতে বাঙালি জাতিসত্তা’, দেশবিভাগ: ফিরে দেখা। ঢাকা: অনিন্দ্য প্রকাশ
আহমদ রফিক (২০১৫)। ‘দেশভাগ ও উদ্বাস্তুকথা’, দেশবিভাগ: ফিরে দেখা। ঢাকা: অনিন্দ্য প্রকাশ
আহমদ শরীফ (২০০১)। ‘বাঙলা ও বাঙালী’, বাঙলা, বাঙালী ও বাঙালীত্ব। ঢাকা: অনন্যা
চঞ্চল কুমার বোস (২০১৫)। শওকত আলীর কথাসাহিত্য জীবন ও সময়ের বিনির্মাণ। ঢাকা: বিশ্বসাহিত্য ভবন
তপোধীর ভট্টাচার্য (২০২২)। বাঙালি সত্তা নির্মাণে বিনির্মাণে। ঢাকা: জাতীয় সাহিত্য প্রকাশ
নীহাররঞ্জন রায় (১৪২৫)। বাঙ্গালীর ইতিহাস: আদি পর্ব। কলকাতা: দে’জ পাবলিশিং
রফিকউল্লাহ খান (২০১৯)। বাংলাদেশের উপন্যাস: বিষয় ও শিল্পরূপ। ঢাকা: বাংলা একাডেমি
রমেশচন্দ্র মজুমদার (২০২৪)। বাংলা দেশের ইতিহাস প্রথম খণ্ড (প্রাচীন যুগ)। ঢাকা: দিব্যপ্রকাশ
রূপদত্তা রায় (২০১৬)। ‘ওয়ারিশ: ইতিহাসের ভিন্নপাঠ’, গল্পকথা (চন্দন আনোয়ার সম্পাদিত)। রাজশাহী: উত্তরণ অফসেট প্রিন্টিং প্রেস
শওকত আলী (২০১৭)। শওকত আলী রচনা সমগ্র ষষ্ঠ খণ্ড (মোহাম্মদ হাননান সম্পাদিত)। ঢাকা: বিশ্বসাহিত্যভবন
শওকত আলী (২০১৮)। শওকত আলী রচনা সমগ্র সপ্তম খণ্ড (মোহাম্মদ হাননান সম্পাদিত)। ঢাকা: বিশ্বসাহিত্যভবন
শওকত আলী (২০১৮)। শওকত আলী রচনা সমগ্র নবম খণ্ড (মোহাম্মদ হাননান সম্পাদিত)। ঢাকা: বিশ্বসাহিত্যভবন
শওকত আলী (২০১৭)। বসত। ঢাকা: বিদ্যাপ্রকাশ
শাফিক আফতাব (২০১৪)। শওকত আলীর উপন্যাস কলাকৌশল ও বৈশিষ্ট্য। ঢাকা: ভাষাচিত্র
সিরাজুল ইসলাম (২০২৩)। ‘আলোচনা’, বাঙলাদেশ (মনসুর মুসা সম্পাদিত)। ঢাকা: আগামী প্রকাশনী
সিরাজ সালেকীন (২০২২)। ভাটির দেশের বাঙাল। ঢাকা: কথাপ্রকাশ
সৈয়দ আকরম হোসেন (২০২৩)। ‘বাঙলাদেশ’, বাঙলাদেশ (মনসুর মুসা সম্পাদিত)। ঢাকা: আগামী প্রকাশনী
হুসাইন মুনীর (২০১৬)। ‘শওকত আলীর উপন্যাস: একটি সাধারণ পর্যালোচনা’, গল্পকথা (চন্দন আনোয়ার সম্পাদিত)। রাজশাহী: উত্তরণ অফসেট প্রিন্টিং প্রেস
Chatterji, Joya (1994). ‘Introduction’, Bengal Divided Hindu Communalism and partition: 1932-1947. United Kingdom: Cambridge University Press
Published
Issue
Section
License
Copyright (c) 2025 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.