রাজা রুদ্রমাণিক্য : কবি ও কাব্য

Abstract
কবি রুদ্রমাণিক্য ছিলেন ভুলুয়ার মাণিক্য রাজবংশের শেষ নরপতি। তাঁর কাল ১৭শ শতকের শেষভাগ থেকে ১৮শ শতকের প্রথম ভাগ পর্যন্ত পিতামহ লক্ষ্মণমাণিক্য ছিলেন বাংলার বারভূঞার অন্যতম বলে খ্যাত। লক্ষ্মণমাণিক্যের চার পুত্র ধন্যমাণিক্য, চন্দ্রমাণিক্য, বিজয়মাণিক্য এবং অমরমাণিক্য। রুদ্রমাণিক্য বিজয়মাণিক্যের পুত্র। কবি তাঁর কাব্যের ৪-৮ নং শ্লোকে পিতামহ, পিতৃদেব এবং নিজের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন। তাঁর ভাষায় লক্ষ্মণমাণিক্য ছিলেন বীরদের মধ্যে শ্রেষ্ঠ, সুপুরুষ, কীর্তিমান; এবং তাঁর যশ-খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। যুদ্ধক্ষেত্রে তাঁর বিক্রমের নিকট শত্রুসৈন্যরা দলে দলে ভূপাতিত হত। তাঁর পিতাও ছিলেন ভুলুয়ার রাজা সদ্গুণে গুণান্বিত এবং বিক্রমশালী। তিনি দানে ছিলেন কর্ণতুল্য, পরাক্রমে ভীমতুল্য, যুদ্ধবিদ্যায় পার্থতুল্য, রূপে কন্দর্পবৎ এবং ধর্মে ধর্মরাজতুল্য। তাঁর পুত্র কবি স্বয়ং অপদেশীয়শতশ্লোকমালিকা রচনা করেন।
Downloads

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1999 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.