বসন্তকুমারী নাটক [প্রথম ও দ্বিতীয় সংস্করণের তুলনামূলক আলোচনা]

DOI: https://doi.org/10.62328/sp.v26i2.3

Authors

  • মোহাম্মদ আবদুল আউয়াল Author

Abstract

মীর মশাররফ হোসেনের 'বসন্তকুমারী নাটক ১-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৮৭৩ খ্রীস্টাব্দে। ভিতরের প্রচ্ছদে তারিখ দেওয়া আছে—সম্বৎ ২৯ (অর্থাৎ খ্রীস্টাব্দ ১৮৭২ বা ১৮৭৩)। ‘বিজ্ঞাপন' অর্থাৎ লেখকের নিজের ভূমিকায় তারিখ দেওয়া হয়েছে ১৫ই মাঘ ১২৭৯ সাল। এ তারিখ থেকে হিসাব করলে ১৮৭৩ খ্রীস্টাব্দ জানুয়ারীর ত্রিশ বা ফেব্রুয়ারীর ১লা তারিখ পাওয়া যায। পাঠকের কৌতূহল নিবৃত্ত করার জন্য ‘বিজ্ঞাপন'টি উদ্ধৃত হলো: আমার অনুরাগ তরুর দ্বিতীয় কুসুম বসন্তকুমারী প্রস্ফুটিত হইল। বাসন্তী সুগৌরভ এ কুসুমে বিদ্যমান আছে কিনা নিজে আমি সেটি জানিনা৷ শ্রবণেন্দ্রিয় বিহীন শ্রবণের দর্শনেন্দ্রিয় বিহীন দর্শনের আর ঘ্রাণেন্দ্রিয় বিহীন ঘ্রাণের স্বভাবসিদ্ধ গৌরব অবগত হয় না। সাহিত্য অবয়বে আমিও সেইরূপ স্বভাবের দৈহিক গৌরবে অন্ধ বিমূঢ়। নাট্য প্রিয় সাহিত্যবন্ধুগণ আমার প্রতি যৎকিঞ্চিৎ করুণা বিতরণ করিয়া এই অভিনব নাটকের কুসুমিতা নায়িকা বসন্তকুমারীর অঙ্গ-প্রত্যঙ্গে একবার সস্নেহকটাক্ষপাত করিলে পরম কৃতার্থ হইব। নাটক রচনায় এই আমার প্রথম উদ্যম; ইহাতে নানা দোষ সদ্ভাব অবশ্যম্ভাবী; যে সকল দোষ আর যে সকল ভ্রম থাকিল অনুগ্রহপূর্বক মার্জনা করিয়া উৎসাহ দান করিবেন এই আমার প্রার্থনা। পরিশেষে সকৃতজ্ঞ হৃদয়ে স্বীকার করি, মদীয় অকপটপ্রিয় মিত্র সাহিত্যানুরাগী শ্রী যুক্ত মৌলবী বলল করিম সাহেবের উৎসাহে আমি এই নাটক রচনায় প্রবৃত্ত হই। কৃতকার্থ হইলাম কিনা, সাধারণ সাহিত্য সমাজের বিচার্য্য।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1983-04-01

How to Cite

বসন্তকুমারী নাটক [প্রথম ও দ্বিতীয় সংস্করণের তুলনামূলক আলোচনা]. (1983). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 26(2), 50-62. https://doi.org/10.62328/sp.v26i2.3