মুহম্মদ এনামুল হকের গবেষণা

DOI: https://doi.org/10.62328/sp.v26i2.2

Authors

  • মুহম্মদ মজিরউদ্দীন Author

Abstract

আবদুল করিম সাহিত্য বিশারদ সম্পর্কে স্মৃতিচারণ প্রসঙ্গে সাহিত্যিক মাহবুব-উল আলম (১৮৯৮-১৯৮১) বলেছেন : “১৯৩৬ নাগাদ আমি তাঁর চিঠি পাই। "আমি মুকিমের ‘গোলে বকাউলী’ • "নিয়ে তাঁর বাড়ি যাই। (সাহিত্য বিশারদ) বললেন : এখন শোবেন কোথায়, পুথিপত্র আর ছারপোকায় ভর্তি হয়ে আছে। পুথি-পত্রের সংগ্রহের মাঝখানে দেখা গেল এক ব্যক্তি কেরোসিনের কূপী জ্বেলে তপস্যা করছেন, তিনি (ডক্টর) মুহম্মদ এনামুল হক।” এ-‘তপস্যা'য় তাঁর সঙ্গী ছিলেন আবদুল করিম সাহিত্য বিশারদ। ১৯৩২ সালে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তদানীন্তন অধ্যক্ষ রায় বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রের প্রেরণায় মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান অবদান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তিনি আবদুল করিম সাহিত্য বিশারদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সুচক্রদণ্ডীর বাড়িতে তিনি প্রায় তিন মাস কাল অবস্থান করে ‘আকান-রাজসভায় বাঙ্গালা সাহিত্য' গ্রন্থের তথ্য-উপাদান সংগ্রহ করেন।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1983-04-01

How to Cite

মুহম্মদ এনামুল হকের গবেষণা. (1983). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 26(2), 16-49. https://doi.org/10.62328/sp.v26i2.2