কাজী নজরুল ইসলামের ‘জাতীয় শিক্ষা’র স্বরূপ

DOI: https://doi.org/10.62328/sp.v60i1-2.4

Authors

Keywords:

জাতীয় শিক্ষা, নবযুগ, যুগবাণী, শিক্ষাভাবনা, জাতীয় বিশ্ববিদ্যালয়, নারী শিক্ষা, শিক্ষার উদ্দেশ্য, ঔপনিবেশিক শিক্ষা, উত্তর-ঔপনিবেশিক তত্ত্ব

Abstract

কাজী নজরুল ইসলামের প্রায় সকল প্রবন্ধই রচিত হয়েছে কালিক প্রয়োজনে বা তাগিদে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিরুদ্ধে সমকালীন জাতীয়তাবাদী আন্দোলনের ঢেউ শিক্ষাব্যবস্থায়ও লেগেছিল। সে প্রেক্ষিতে বিভিন্ন সম্পাদকীয় প্রবন্ধ ও অভিভাষণে ব্রিটিশ উপনিবেশবাদী বিদেশি শিক্ষাব্যবস্থাকে বাতিল করে ‘জাতীয় শিক্ষা’ বিষয়ক ভাবনার প্রকাশ ঘটিয়েছেন নজরুল। এ সকল রচনায় তিনি দেখিয়েছেন ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা কীভাবে আমাদের জাতিসত্তা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধ্বংস করে তাদের ইতিহাস-ঐতিহ্যকে আমাদের মনে-প্রাণে প্রোথিত করে দিচ্ছে। তাই নজরুল ব্রিটিশ ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে বাদ দিয়ে আমাদের ‘জাতীয় শিক্ষাব্যবস্থা’র উপর জোর দিয়েছেন। পাশাপাশি ‘জাতীয় শিক্ষাব্যবস্থা’ বাস্তবায়নে পূর্বের ভুল-ত্রুটি শুধরে নিয়ে সঠিকভাবে এগিয়ে যাওয়ার দিক-নির্দেশনা প্রদান করেছেন। বর্তমান প্রবন্ধে নজরুলের তৎকালীন ‘জাতীয় শিক্ষা’-ভাবনার স্বরূপ ও প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করা হয়েছে।

Downloads

Download data is not yet available.

References

আবু হেনা মোস্তফা এনাম (২০১৭)। ‘নজরুলের প্রবন্ধ: বিষয়বৈচিত্র্য ও গদ্যশৈলী’, সৃষ্টি সুখের উল্লাস দ্বিতীয় খণ্ড (বিশ্বজিৎ ঘোষ সম্পাদিত)। ঢাকা: কথাপ্রকাশ

কাজী নজরুল ইসলাম (২০০৬)। নজরুল-রচনাবলী প্রথম খণ্ড। ঢাকা: বাংলা একাডেমি

কাজী নজরুল ইসলাম (২০১১)। নজরুল-রচনাবলী দ্বিতীয় খণ্ড। ঢাকা: বাংলা একাডেমি

কাজী নজরুল ইসলাম (২০০৮)। নজরুল-রচনাবলী অষ্টম খণ্ড। ঢাকা: বাংলা একাডেমি

জামরুল হাসান বেগ (২০১৭)। ‘নজরুল ইসলামের শিক্ষা-চিন্তা’, সৃষ্টি সুখের উল্লাস প্রথম খণ্ড (বিশ্বজিৎ ঘোষ সম্পাদিত)। ঢাকা: কথাপ্রকাশ

বিশ্বজিৎ ঘোষ (২০১৭)। ‘উত্তর-ঔপনিবেশিক তত্ত্ব ও নজরুলসাহিত্য’, সৃষ্টি সুখের উল্লাস দ্বিতীয় খণ্ড (বিশ্বজিৎ ঘোষ সম্পাদিত)। ঢাকা: কথাপ্রকাশ

বেগম রোকেয়া (২০২৪)। ‘বঙ্গীয় নারী-শিক্ষা সমিতি’, বাঙালির শিক্ষাচিন্তা ষষ্ঠ খণ্ড (শোয়াইব জিবরান সম্পাদিত)। ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্র

শোয়াইব জিবরান (২০২৪)। ‘সম্পাদকের কথা’, বাঙালির শিক্ষাচিন্তা প্রথম খণ্ড (শোয়াইব জিবরান সম্পাদিত)। ঢাকা: বিশ্বসাহিত্য কেন্দ্র

সিদ্দিকা মাহমুদা (২০১৭)। ‘নজরুলের প্রবন্ধ: সমাজচৈতন্য’, সৃষ্টি সুখের উল্লাস প্রথম খণ্ড (বিশ্বজিৎ ঘোষ সম্পাদিত)। ঢাকা: কথাপ্রকাশ।

সুশীলকুমার গুপ্ত (২০০৭)। নজরুল-চরিতমানস। কলকাতা: দে’জ পাবলিশিং

Downloads

Published

2025-08-20

How to Cite

কাজী নজরুল ইসলামের ‘জাতীয় শিক্ষা’র স্বরূপ. (2025). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 60(1-2), 57-71. https://doi.org/10.62328/sp.v60i1-2.4