নজরুল ইসলামের উপন্যাস

DOI: https://doi.org/10.62328/sp.v29i2.2

Authors

  • সাইদুর রহমান ভুইয়া Author

Abstract

সংখ্যায় অল্প হলেও প্রবন্ধ, গল্প, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানতঃ কবি ও গীতিকার রূপেই খ্যাত ও আলোচিত। কিন্তু তাঁর সৃষ্টি কেবল কবিতা ও সংগীত রচনাতেই সীমাবদ্ধ ছিলনা। উপন্যাস, নাটকও তিনি রচনা করেছেন । ভাষার ঐশ্বর্যে, বিষয়ের নতুনত্বে ও বৈচিত্র্যে, শিল্পিক নৈপুণ্যে, সর্বোপরি সৃষ্টি-মাহাত্ম্যে এসব সাহিত্য-কর্ম তাঁর কবিতার মতই মাধুর্যমণ্ডিত এবং তাঁর অশান্ত কৰিব প্রতিভার বৈলক্ষণ্যে বিশিষ্ট ও অভিনিবেশযোগ্য। কিন্তু কাব্যশিল্পে তাঁর অভাবিতপূর্ব ব্যতিক্রমী প্রতিভার অসাধারণ ও অত্যুজ্জ্বল গৌরব এত প্রবল ও ব্যাপকভাবে প্রকটিত, যে, তাঁর উল্লিখিত সাহিত্য-কর্মের সার্থকতা পাঠক-সমাজে বহুলাংশেই অনবগত ও অনালোচিত। ২ কাজী নজরুল ইসলামের পূর্বানুবৃত্তি-রহিত অক্ষয় ও অবিস্মরণীয় কবি-দৃষ্টি ও শিল্প-ভঙ্গির মতই তাঁর উল্লিখিত সাহিত্য-কর্ম, বিশেষ করে তাঁর প্রবন্ধ, গল্প, উপন্যাস বাংলা সাহিত্যের ক্রমোৎকর্ষের প্রেক্ষিতে একটা স্বতন্ত্র ও অভিনব বৈশিষ্ট্যে ও মহিমায় পর্যবেক্ষণযোগ্য। কিন্তু নজরুল-ভক্ত পাঠক ও সমালোচক তাঁর কাব্য-সম্পদ আলোচনায় এত বেশী অভিনিবিষ্ট যে তাঁর উল্লিখিত সাহিত্য-কর্ম সম্পর্কে একটা ব্যাপক, সূক্ষ্ম ও বস্তুনিষ্ঠ বিচার-বিশ্লেষণের অবকাশ পেয়েছেন বলে মনে হয়না । আধুনিক কাজী নজরুল ইসলাম রোমান্টিক কবি । বলাবাহুল্য, রোমান্টিক কবি-মাত্রই ভাব-প্রবণ, এবং কল্পনা-প্রসূত একটা অতীন্দ্রিয় ভাবাদর্শ, একটা পরম-সুন্দর তথা সত্য-বোধের চেতনায় অনুপ্রাণিত জগৎ-জীবন সম্পর্কে অনুধ্যায় ভাবাদর্শের সত্য-স্বরূপই তার রোমান্টিক কবি-দৃষ্টি তথা কাব্যদর্শন এবং এ সত্য-স্বরূপের সানুরাগ শৈল্পিক প্ৰকাশ‍ই তার কাব্য-শিল্প ৷ 

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1986-02-01

How to Cite

নজরুল ইসলামের উপন্যাস. (1986). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 29(2), 39-64. https://doi.org/10.62328/sp.v29i2.2