সৈয়দ মুজতবা আলীর অপ্রকাশিত পত্রগুচ্ছ

DOI: https://doi.org/10.62328/sp.v29i3.6

Authors

  • ভীষ্মদেব চৌধুরী Author

Abstract

১৯০৪ খ্রীস্টাব্দের ১৪ই সেপ্টেম্বর তদানীন্তন বৃহত্তর শ্রীহট্ট জেলার করিমগঞ্জ (বর্তমানে ভারতের কাছাড় জেলার অন্তর্গত) শহরের নটিখাল এলাকায় সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খান বাহাদুর সৈয়দ সিকান্দর আলী (১৮৬৫-১৯৩৯), জননী আয়তুল মান্নান খাতুন (১৮৭৯-১৯৪২)। ইংরেজী ভাষার অনুরাগী এবং ইংরেজী কথোপকথনে উৎসাহী সৈয়দ সিকান্দর আলীর চারপুত্রের মুজতবা ছিলেন তৃতীয়। মুজতবা আলীর দুই অগ্রজ যথাক্রমে সৈয়দ মোস্তফা আলীº ও সৈয়দ মুর্তাজা আলী স্ব স্ব ক্ষেত্রে সমধিক খ্যাতি অর্জন করেছিলেন। তাঁদের পঞ্চ সহোদরা পাঠশালার বৃত্তি লাভ করেন এবং এঁদের মধ্যে সৈয়দ হাবিবুন্নেসা (১৯০৭-৫৪)-র কাব্যগ্রন্থ 'জীবনের 'সাথী' ১৯৩৪ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। মধ্যে শিক্ষানুরাগের পারিবারিক প্রতিবেশে সৈয়দ মুজতবা আলীর জন্ম এবং নবোদ্ভূত মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উদার ও উচ্চ সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর শৈশব অতিবাহিত। এই উদারনৈতিক সাংস্কৃতিক উত্তরাধিকার তথা শিক্ষানুশীলনে পিতার অবাধ প্রশ্রয় এবং উচ্চশিক্ষা- গ্রহণে নিয়োজিত দুই অগ্রজের সার্বিক সম্মতি ও অনুপ্রেরণা ‘আজীবন- ছাত্র' মুজতবার বৈশিষ্ট্য-নির্দেশক এই অভিধাকে শৈশব-লগ্নেই পরিপুষ্ট করেছে। 

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1986-06-01

How to Cite

সৈয়দ মুজতবা আলীর অপ্রকাশিত পত্রগুচ্ছ. (1986). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 29(3), 159-246. https://doi.org/10.62328/sp.v29i3.6