প্রাচীন বাংলার সংগীত-ঐতিহ্য: চর্যাপদের গায়ন-পদ্ধতি ও পুনর্জাগরণ প্রসঙ্গ

DOI: https://doi.org/10.62328/sp.v60i3.4

Authors

Keywords:

চর্যাপদ, চর্যাগীতি, চর্যাগীতিকা, বৌদ্ধ গান, চর্যাপদের গানের পুনর্জাগরণ, চর্য্যাচর্যবিনিশ্চয়, বাউল, পৌণ্ড্রবর্ধন, সোমপুর মহাবিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার

Abstract

চর্যাপদ শুধু প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন নয়, সাংগীতিক ঐতিহ্য হিসেবেও এর বিশেষ পরিচিতি রয়েছে। প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন ধরনের ইতিহাস ও সংগীত বিষয়ক শাস্ত্রীয় গ্রন্থে চর্যাপদের সাংগীতিক-ঐতিহ্যের পরিচয় লভ্য। প্রাচীনকালের ইতিহাসগ্রন্থ কহলন পণ্ডিতের রাজতঙ্গিণী, সন্ধ্যাকরনন্দীর রামচরিত এবং সংগীতশাস্ত্র শার্ঙ্গদেবের সংগীত-রত্নাকর, চালুক্যরাজ হরিপালের সংগীত-সুধাকর প্রভৃতি গ্রন্থে প্রাপ্ত তথ্য ও সংজ্ঞাসূত্রের আলোকে এই প্রবন্ধে প্রাচীন বাংলার সাংগীতিক ঐতিহ্য হিসেবে চর্যাপদের সাংগীতিক পরিবেশন-পদ্ধতি অন্বেষণ করা হয়েছে। পাশাপাশি নেপালে চর্চিত চর্যার সাংগীতিক-ঐতিহ্য সম্পর্কে কিছু দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। একই সাথে বাংলাদেশের ভাবসাধকদের তৎপরতায় প্রাচীন বাংলার চর্যাপদের গানের পুনর্জাগরণের ইতিহাস ও বিভিন্ন তৎপরতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন কাল-পর্বে চর্যাপদের সাংগীতিক পরিবেশনের কিছু তথ্য সংকলিত হয়েছে। সার্বিক বিচারে প্রাচীন বাংলার সংগীত-ঐতিহ্য হিসেবে চর্যাপদের সাংগীতিক উপস্থাপন-পদ্ধতির পূর্বাপর ইতিহাস গ্রন্থন এই প্রবন্ধের লক্ষ্য।

Downloads

Download data is not yet available.

References

অজয় কুমার মুখোপাখ্যায় (১৩৬৭)। ঐতিহাসিক কহলন বিরচিত রাজতরঙ্গিণী (অনূদিত)। কলকাতা: জি. ভরদ্বাজ অ্যাণ্ড কোং

অতীন্দ্র মজুমদার (১৯৭৩)। চর্যাপদ। ঢাকা: বুক ল্যান্ড

অলকা চট্টোপাধ্যায় (১৯৯৮)। চুরাশি সিদ্ধর কাহিনী। কলকাতা: অনুষ্টুপ

আহমদ শরীফ (২০১৩)। বাউলতত্ত্ব। ঢাকা: বাংলা একাডেমি

উৎপলা গোস্বামী (১৩৬৭)। বাংলা গানের বিবর্তন। কলকাতা: সুরের মায়া

উৎপলা গোস্বামী (১৯৭১)। ধ্রুপদ ও খেয়ালের উৎপত্তি ও ক্রমবিকাশ। কলকাতা: ক্লাসিক প্রেস

করুণাময় গোস্বামী (১৯৯৩)। বাংলা গানের বিবর্তন প্রথম খণ্ড। ঢাকা: বাংলা একাডেমি

করুণাময় গোস্বামী (২০২০)। ‘ভাবনগর সাধুসঙ্গের চর্যাপদের গানের পুনর্জাগরণ’, বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা ১ম বর্ষ দ্বিতীয় সংখ্যা হাবীবুল্লাহ সিরাজী (সম্পাদিত)। ঢাকা: বাংলা একাডেমি

কিরীতি মাহাত ও মারিয়া মালিক (২০২১)। ‘প্রাক্-কথন’, আদি চর্যাপদ। বাঁকুড়া: টেরাকোটা

চিত্রায়ুধ ঘটক (২০১৮)। ‘বাংলার তথা বাঙালির উচ্চাঙ্গ সঙ্গীত চর্চার ইতিহাস: একটি অনুসন্ধান’, সপ্তডিঙা, উল্টোরথ সংখ্যা ১৪২৫ (Shoptodina Vol 4, No 1, 2018, ISSN 2395 6054)। লিংক: wordpress.com

জ্যোতি বিশ্বাস (২০০৮)। সন্ধ্যাকরনন্দীর রামচরিত: ঐতিহাসিক ও সামাজিক বিশ্লেষণ। ঢাকা: বাংলা একাডেমি

নরেন বিশ্বাস (১৯৯০)। ঐতিহ্যের অঙ্গীকার-১ (অডিয়ো ক্যাসেট)। ঢাকা: শব্দরূপ।

নীলরতন সেন (১৯৭৪)। চর্যাগীতির ছন্দপরিচয়। কল্যাণী: কল্যাণী বিশ্ববিদ্যালয়

নীলরতন সেন (২০০১)। চর্যাগীতিকোষ। কলকাতা: সাহিত্যালোক

বিশ্বনাথ রায় (২০১৬)। ‘চর্যার সাংগীতিক রূপ: “চাচা” বা “চচা” গান’। অদ্বয়বঙ্গাল: চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৪-এর স্মরণিকা নূরুননবী শান্ত (সম্পাদিত)। ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ভাবনগর ফাউন্ডেশন

বিশ্বনাথ রায় (২০০৯)। ‘চর্যাপদের সাহিত্যমূল্য: পুনর্নির্মাণের প্রেক্ষিতে’, বঙ্গীয় সাহিত্য-পরিষৎ পত্রিকা। কলকাতা: বঙ্গীয় সাহিত্য-পরিষৎ

বৃন্দাবন দাস (৪৪৮ গৌরাব্দ)। শ্রীশ্রীচৈতন্যভাগত: অন্তখণ্ড-মূল, চতুর্থ অধ্যায় (ভক্তিসিদ্ধান্ত সরস্বতী সম্পাদিত)। কলকাতা: শ্রীগৌড়ীয় মঠ

মঞ্জুলা চৌধুরী (২০২১)। সন্ধ্যাকরনন্দী বিরচিতম রামচরিতম্: সংস্কৃতি সাহিত্যে ঐতিহাসিক কাব্য (সম্পাদিত)। ঢাকা: ফেমাস বুকস্

মুহম্মদ শহীদুল্লাহ্ (২০০৬)। বাংলা সাহিত্যের কথা প্রথম খণ্ড: প্রাচীন যুগ। ঢাকা: মাওলা ব্রাদার্স

মোহা. মোশাররফ হোসেন (২০১২)। বৌদ্ধ ঐতিহ্য। ঢাকা: স্বরবৃত্ত প্রকাশন

রত্নকাজী বজ্রাচার্য (১৯৯৯)। পুলাংগু ব নহূগু: চচা-মুনা, নহাপাংগু ২য় খণ্ড। কাঠমান্ডু: স্বয়ম্ভু

রমেশচন্দ্র মজুমদার (১৩৬৭ বঙ্গাব্দ)। ‘ভুমিকা’, রাজতরঙ্গিণী (কহলন পণ্ডিত প্রণীত, অজয় কুমার মুখোপাধ্যায় অনূদিত)। কলকাতা: জি. ভরদ্বাজ অ্যাণ্ড কোং

রাজ্যেশ্বর মিত্র (১৯৫৩)। বাংলার সঙ্গীত প্রাচীন যুগ। কলকাতা: টি. কে. ব্যানার্জি এন্ড কোং

রাজ্যেশ্বর মিত্র (১৩৬৬)। ‘চর্যাগীতি’, বিশ্বভারতী পত্রিকা ষোড়শ বর্ষ প্রথম সংখ্যা (পুলিনবিহারী সেন সম্পাদিত)। শান্তিনিকেতন: বিশ্বভারতী

রাধাগোবিন্দ বসাক (১৯৫৩)। সন্ধ্যাকরনন্দী প্রণীতরামচরিত (অনূদিত)। কলকাতা: জেনারেল প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স লি.

শঙ্খ ঘোষ (২০১৩)। ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ। কলকাতা: আজকাল পাবলিশার্স

শশিভূষণ দাশগুপ্ত (১৯৮৯)। নব চর্যাপদ (সংগৃহীত ও সংকলিত)। কলকাতা: কলিকাতা বিশ্ববিদ্যালয়

শার্ঙ্গদেব (১৮১১)। সঙ্গীতরত্নাকর, কালিনাথের টীকাসংযুক্ত (সম্পাদিত)। কলকাতা: আনন্দাশ্রম প্রেস

সাইমন জাকারিয়া (১৯৯৮)। ‘ন নৈরামণি’, সহজিয়া দ্বিতীয় সংখ্যা। ঢাকা

সাইমন জাকারিয়া (২০০৭)। প্রাচীন বাংলার বুদ্ধ নাটক। ঢাকা: বাংলা একাডেমি

সাইমন জাকারিয়া (২০১০)। অবণাগবণ: সমকালীন বাংলাভাষায় প্রাচীন চর্যাপদের রূপান্তরিত গীতবাণী। ঢাকা: অ্যাডর্ন পাবলিকেশন

সাইমন জাকারিয়া (২০১৪)। বোধিদ্রুম: একটি বুদ্ধ নাটক। কলকাতা: নয়া উদ্যোগ

সাইম রানা (২০১৭)। ‘চর্যা সুরের উৎস-সন্ধান’, সাহিত্য পত্রিকা বর্ষ ৫৪ সংখ্যা ৩। ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়

সাদী মোহাম্মদ (১৯৯৩)। ‘চর্যাপদ ২৮’, ঐতিহ্যের অঙ্গীকার-৫। (নরেন বিশ্বাস নির্দেশিত অডিয়ো ক্যাসেট)। ঢাকা: শব্দরূপ।

সাধন সরকার (১৯৭৩)। ফসল প্রথম খণ্ড (মিজানুর রহিম সম্পাদিত)। খুলনা: স্কুল অব মিউজিক

সৈয়দ আলী আহসান (১৯৮৪)। চর্যাগীতিকা: বৌদ্ধ গান ও দোহা (সম্পাদিত)। ঢাকা: বাংলা একাডেমি

সৈয়দ মোহাম্মদ শাহেদ (২০১৭)। নতুন চর্যাপদ। ঢাকা: কথাপ্রকাশ

সুকুমার সেন (১৯৫৬)। চর্যাগীতি-পদাবলী। কলকাতা: ইস্টার্ণ পাবলিশার্স

সুকুমার সেন (১৯৬৬) চর্যাগীতি-পদাবলী। কলকাতা: ইস্টার্ণ পাবলিশার্স

সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৩৭৯ বঙ্গাব্দ)। শার্ঙ্গদেব প্রণীত সঙ্গীতরত্নাকর, চতুর্থ অধ্যায়: প্রবন্ধাধ্যায়। কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

সুশীলকুমার দে (১৩৫২ বঙ্গাব্দ)। ‘বাংলা প্রবাদ: ছড়া ও চলতি কথা’। বাংলা প্রবাদ: ছড়া ও চলতি কথা (সম্পাদিত)। কলকাতা: এ. মুখার্জ্জী এণ্ড কো. লি.

স্বামী প্রজ্ঞানানন্দ (১৯৬১)।ভারতীয় সঙ্গীতের ইতিহাস দ্বিতীয় খণ্ড: সঙ্গীত ও সংস্কৃতি। কলকাতা: শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ

স্বামী প্রজ্ঞানানন্দ (১৯৭০)।পদাবলীকীর্তনের ইতিহাস প্রথম খণ্ড। কলকাতা: শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ

হরপ্রসাদ শাস্ত্রী (১৯১৬)। হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা। কলকাতা: বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ

Per Kvrerne (1977). An anthology of Buddhist Trantric Songs: A Study of Caryā-gīti. Oslo: Universitetsforlaget

Prabodh Chandra Bagchi and Śānti Bhikṣu Śāstri (1956). Caryāgīti-Koṣa or Buddhist Siddhas. Santiniketan: Visva-Bharati

Nilratna Sen (1973). Early Eastern New Indo Aryan Versification: A Prosodical Study of Carya Gita Kosa. Simla: Indian Institute of Advanced Study

Nilratna Sen (1977). Caryāgītikoṣa. Simla: Indian Institute of Advanced Study

Tarapada Mukherji (1963). The old Bengali language and text. Calcutta: University of Calcutta

Downloads

Published

2025-11-30

How to Cite

প্রাচীন বাংলার সংগীত-ঐতিহ্য: চর্যাপদের গায়ন-পদ্ধতি ও পুনর্জাগরণ প্রসঙ্গ. (2025). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 60(3), 57-81. https://doi.org/10.62328/sp.v60i3.4