রূপে-রূপান্তরে ছোটগল্পের জগদীশ গুপ্ত

Keywords:
জগদীশচন্দ্র গুপ্ত, প্রকৃতিবাদ, বাস্তবতাবাদ, নিরাসক্ত দৃষ্টিভঙ্গি, মনঃসমীক্ষণ তত্ত্ব, কৌতুকরস, যৌন অপরাধ, আলংকারিক শব্দবৈচিত্র্যAbstract
জগদীশ গুপ্ত বাংলা কথাসাহিত্যের ব্যতিক্রমধর্মী লেখক। তাঁর রচিত উপন্যাস ও ছোটগল্প বাংলা কথাসাহিত্যের ঐতিহ্যে স্বতন্ত্র সৃষ্টির মর্যাদালাভ করেছে। উল্লেখ্য, যে কোনো সাহিত্য¯স্রষ্টার আজীবন সাধনার লক্ষ্য থাকে প্রচলিত ঐতিহ্য থেকে নিজেকে স্বতন্ত্র রূপে প্রতিষ্ঠার। বাংলা কথাসাহিত্যের অধিকতর প্রতিষ্ঠার কালে অগ্রজ বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ-শরৎচন্দ্র থেকে তিনি নিজেকে পৃথক করতে পেরেছিলেন। এমনকি, যে কল্লোলের কালে তাঁর লেখকচৈতন্যের উদ্ভব ও বিকাশ, সেই কল্লোলীয় লেখকদের সঙ্গে সানুরাগ সংযোগ সত্ত্বেও নিজেকে পৃথক রাখতে তিনি সমর্থ হয়েছেন। বর্তমান প্রবন্ধে এই স্বাতন্ত্র্যের বৈশিষ্ট্য সামনে রেখে তাঁর ছোটগল্পের বিষয় ও শৈলী পর্যালোচনা করা হয়েছে। উক্ত পর্যালোচনায় জগদীশ গুপ্তের লেখককৃতি অন্বেষণে পূর্ববর্তী গবেষক-সমালোচকদের মত পরীক্ষা করা হয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছে নিজস্ব অন্তরঙ্গ পাঠের নানা দিক। উক্ত পর্যালোচনায় জগদীশ গুপ্তের গল্পে ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্ব, ফরাসি বাস্তববাদ ও প্রকৃতিবাদ এবং প্রাচ্য সমাজকাঠামোয় অধিকতর দৃশ্যমান নিয়তিবাদী ধারণার সাজুয্য অনুসন্ধান করা হয়েছে। একই সঙ্গে তাঁর গল্পের শৈলী পর্যালোচনার ক্ষেত্রে সংযুক্ত করা হয়েছে পাঠনির্ভর আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ। উক্ত পর্যালোচনার নিরিখে বাংলা ছোটগল্পের ধারায় জগদীশ গুপ্তের রচনার রূপ-রূপান্তর অনুধাবনের চেষ্টা করা হয়েছে বর্তমান প্রবন্ধে।
References
অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯৫৩)। কল্লোল যুগ। কলকাতা: ডি. এম. লাইব্রেরী।
অরুণকুমার মুখোপাধ্যায় (১৯৯৫)। বাংলা ছোটগল্পের একশ’ বিশ বছর। কলকাতা: দে’জ পাবলিশিং।
গুণময় মান্না (২০১৮)। ‘জগদীশ গুপ্ত: বৈনাশিকের জীবনদর্শন ও শিল্পপ্রতিমা’, উজাগর জগদীশ গুপ্ত সংখ্যা চতুর্দশ বর্ষ প্রথম ও দ্বিতীয় যৌথ সংখ্যা (উত্তম পুরকাইত সম্পাদিত)। হাওড়া।
জগদীশ গুপ্ত (১৯৮২)। জগদীশ গুপ্ত রচনাবলী ১ম খণ্ড (নিরঞ্জন চক্রবর্তী সম্পাদিত)। কলকাতা: গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড।
জগদীশ গুপ্ত (১৯৭৭)। জগদীশ গুপ্তর গল্প (সুবীর রায়চৌধুরী সম্পাদিত)। কলকাতা: দে’জ পাবলিশিং।
জগদীশ গুপ্ত (১৯৮২)। ‘পত্র গুচ্ছ’, জগদীশ গুপ্ত রচনাবলী (নিরঞ্জন চক্রবর্তী সম্পাদিত)। কলকাতা: গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড।
প্রবীরকুমার চট্টোপাধ্যায় (২০০৯)। জগদীশ গুপ্তর কথাসাহিত্য: ফ্রয়েডীয় মনোবিশ্লেষণের আলোকে। কলকাতা: ভাষাবন্ধন প্রকাশনা।
প্রশান্ত মুখোপাধ্যায় (২০০১)। কথাসাহিত্যিক জগদীশ গুপ্ত। কলাকাতা: এডুকেশন ফোরাম।
বিপ্লব চক্রবর্তী (২০১৮)। ‘নৈরাশ্য ও জগদীশ গুপ্তের সাহিত্য’, উজাগর জগদীশ গুপ্ত সংখ্যা চতুর্দশ বর্ষ প্রথম ও দ্বিতীয় যৌথ সংখ্যা (উত্তম পুরকাইত সম্পাদিত)। হাওড়া।
বীরেন্দ্র দত্ত (২০১২)। ‘জগদীশ গুপ্ত: মানব ভাগ্যের এক নিঃসঙ্গ নিরাসক্ত কথাকার’, জগদীশ গুপ্ত: জীবন ও সাহিত্য (সমরেশ মজুমদার সম্পাদিত)। কলকাতা: বঙ্গীয় সহিত্য সংসদ।
ভীষ্মদেব চৌধুরী (১৯৮৮)। জগদীশ গুপ্তের গল্প: পঙ্ক ও পঙ্কজ। ঢাকা: ফুলদল প্রকাশনী।
মানিক বন্দ্যোপাধ্যায় (১৯৯৫)। শ্রেষ্ঠ উপন্যাস (হায়াৎ মামুদ সম্পাদিত)। ঢাকা: অবসর প্রকাশনা সংস্থা।
রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৮২)। ‘লঘু-গুরু উপন্যাসের রবীন্দ্র-কৃত সমালোচনা’, জগদীশ গুপ্ত রচনাবলী (নিরঞ্জন চক্রবর্তী সম্পাদিত)। কলকাতা: গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড।
সরকার আবদুল মান্নান (২০০১)। জগদীশ গুপ্তের রচনা ও জগৎ। ঢাকা: বাংলা একাডেমি।
সরোজ বন্দ্যোপাধ্যায় (১৯৬১)। বাংলা উপন্যাসের কালান্তর। কলকাতা: দে’জ পাবলিশিং।
হাসান আজিজুল হক (১৯৯৪)। কথাসাহিত্যের কথকতা। ঢাকা: সাহিত্য প্রকাশ।
Wells, H. G. (1899). A Story of Days to Come. London: The Pall Mall Magazine.
Zola, Emile (1964). The Experimental Novel (Translated from French by Belle M. Sherman), New York: Haskell Publishing House.
Patea, Viorica (2012). The Short Story: An overview of the History and Evolution of the Genre (Edited). Amsterdam: Rodopi.

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.