শামসুর রাহমানের উপন্যাসে আত্মজৈবনিক অনুষঙ্গ

DOI: https://doi.org/10.62328/sp.v59i1-2.7

Authors

Keywords:

আত্মজৈবনিক উপন্যাস, নাগরিক জীবন, ব্যক্তি-অভিজ্ঞতা, 'কালের ধুলোয় লেখা', 'অদ্ভুত আঁধার এক', 'অক্টোপাস', উপন্যাসে বাস্তব চরিত্র, কবির উপন্যাস

Abstract

পঞ্চাশের দশকের বাংলা কবিতার অবিসংবাদিত কবি শামসুর রাহমান। জীবদ্দশায় ঘটে যাওয়া জাতীয় ও বৈশ্বিক অস্থিরতা, রাজনৈতিক ও সাহিত্যিক জীবনের অসংগতি, উত্থান-পতন কবির মানসলোকে যে আলোড়ন তুলেছে তা প্রতিবিম্বিত হয়েছে তাঁর সাহিত্যে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে বেড়ে ওঠা শামসুর রাহমান ছিলেন বড় বেশি সমকালস্পর্শী। দীর্ঘ সাহিত্য জীবনে এই কবির রচিত উপন্যাস চারটি। কবিসুলভ গীতিময়তা, মনোময় কাব্যিকতা ও দক্ষ প্রাকরণিক সৌকর্যে উপন্যাসগুলো হয়ে উঠেছে তাঁর যাপিত জীবনের শিল্পিত ভাষ্য। মূলত বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা পরবর্তী সময়ে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা মধ্যবিত্ত নাগরিক সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল, এবং তার প্রভাবে ব্যক্তিমানসে জন্ম নিয়েছিল অপ্রাপ্তি, আত্মপীড়ন, আত্মকেন্দ্রিকতা, অন্তঃসারশূন্যতা; তা-ই ভাষারূপ পেয়েছে তাঁর উপন্যাসে। কবিতায় বারবার ‘আমি’ উচ্চারণ করা এই সাহিত্যিকের উপন্যাস কীভাবে আত্মজৈবনিক অনুষঙ্গের সন্নিবেশে পরিপূর্ণ হয়ে উঠেছে সেটির অনুসন্ধানই এই প্রবন্ধের মূল উদ্দেশ্য।

References

আসমা চৌধুরী (২০২২)। ‘জীবনানন্দের উপন্যাস: আত্মজৈবনিক উপাদান ও তাঁর সামাজিক মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ’, সাম্প্রতিক দেশকাল শিল্প-সাহিত্য (অনলাইন সংস্করণ)। https://tinyurl.com/bdftbnaz

আল মাহমুদ (২০০৭)। ‘কালের কবি’, আপনজনদের শামসুর রাহমান। ঢাকা: জাগৃতি প্রকাশন।

জাহিদ হাসান সরকার (২০১৩)। ‘শামসুর রাহমানের উপন্যাস: কবিস্বভাব ও কাব্যিকতা’, সাহিত্য পত্রিকা বর্ষ ৫১ সংখ্যা ১। ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাকী বিল্লাহ বিকুল (২০২১)। কথাসাহিত্য ও কবিতা: ভাবনার অন্তস্বর। ঢাকা: শোভা প্রকাশ।

বেগম আকতার কামাল (২০০৭)। কবির উপন্যাস। ঢাকা: কথাপ্রকাশ।

তানজীম আল বায়েজীদ (২০১০)। ‘শামসুর রাহমানের উপন্যাস: নিবিড় পাঠ’, শামসুর রাহমান স্মারকগ্রন্থ (শামসুজ্জামান খান ও আমিনুর রহমান সুলতান সম্পাদিত)। ঢাকা: বাংলা একাডেমি।

শামসুর রাহমান (২০২০)। উপন্যাস সমগ্র। ঢাকা: অন্যপ্রকাশ।

শামসুর রাহমান (২০০৭)। কালের ধুলোয় লেখা। ঢাকা: অন্যপ্রকাশ।

হুমায়ুন আজাদ (২০০৮)। শামসুর রাহমান: নিঃসঙ্গ শেরপা। ঢাকা: আগামী প্রকাশন।

cover

Downloads

Published

2024-12-31

How to Cite

শামসুর রাহমানের উপন্যাসে আত্মজৈবনিক অনুষঙ্গ. (2024). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 59(1-2), ১৪১-১৫৫. https://doi.org/10.62328/sp.v59i1-2.7