আবুল মনসুর আহমদের আয়না: সমকালীন সমাজ ও রাজনীতি

Keywords:
সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়, পিরপ্রথা, হিন্দু-মুসলমান বিরোধ, সাম্প্রদায়িক দাঙ্গা, খেলাফত আন্দোলন, হানাফি-মোহাম্মদী দ্বন্দ্ব, ইংরেজদের বিভেদনীতি, ধর্মীয় গোঁড়ামিAbstract
সমাজসচেতন লেখক হিসেবে আবুল মনসুর আহমদ (১৮১৮-১৯৭৯) তাঁর সমকালীন সমাজ, রাজনীতি ও ধর্মীয় অবক্ষয়ের চিত্র অবলোকন করেছেন তীক্ষ্ণ ও বিশ্লেষণী দৃষ্টি দিয়ে। আইনজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদ হিসেবে সমকালের নানাবিধ অন্যায়-অসংগতির প্রত্যক্ষ অভিজ্ঞতা তাঁর সমাজসচেতন বিশ্লেষণধর্মী সাহিত্যচেতনা গঠনে সাহায্য করেছে। তাঁর সাহিত্যচিন্তার মূলে ক্রিয়াশীল ছিল আক্রমণের মধ্য দিয়ে রাজনৈতিক আদর্শহীনতা, ধর্মব্যবসা, রক্ষণশীলতা, সাম্প্রদায়িকতা ও সামাজিক অসংগতির সংশোধন। বাঙালি মুসলমানদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে তিনি সারাজীবন সংগ্রাম করে গেছেন। তাই সামাজিক অগ্রগতির অন্তরায় হিসেবে তিনি ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের তীব্র সমালোচনা করেছেন। তিনি ইতিহাসের প্রেক্ষাপটে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলমান সমাজের পশ্চাৎপদতার কার্যকারণ সন্ধান করেছেন। আলোচ্য প্রবন্ধে আবুল মনসুর আহমদের প্রগতিশীল সমাজচিন্তা ও দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতি-ভাবনার অনুসন্ধান করা হয়েছে।
References
আবুল মনসুর আহমদ (২০১৪)। আয়না। ঢাকা: আহমদ পাবলিশিং হাউস।
আবুল মনসুর আহমদ (২০১৯)। আত্মকথা। ঢাকা: আহমদ পাবলিশিং হাউস।
আবুল কালাম মনজুর মোরশেদ (২০১৫)। ‘সাহিত্যিক আবুল মনসুর আহমদ’, আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ (ইমরান মাহফুজ সম্পাদিত)। ঢাকা: প্রথমা প্রকাশন।
আজহার ইসলাম (২০১৪)। বাংলাদেশের ছোটগল্প: বিষয়-ভাবনা স্বরূপ ও শিল্পমূল্য। ঢাকা: অনন্যা।
আনিসুজ্জামান ((২০১৫)। ‘আবুল মনসুরের আয়না’, কালের ধ্বনি: দুর্লভ কথক আবুল মনসুর আহমদ ৫ম সংখ্যা (ইমরান মাহফুজ সম্পাদিত)। ঢাকা: বিনিময় প্রিন্টার্স।
নুরুল আমিন (২০১১)। আবুল মনসুর আহমদের কথাসাহিত্য। ঢাকা: ঐতিহ্য।
মিজানুর রহমান (২০০৮)। আবুল মনসুর আহমদের চিন্তাধারা। ঢাকা: বাংলা একাডেমি।
মোহাম্মদ মনিরুজ্জামান (২০১৫)। ‘আবুল মনসুর আহমদের সাহিত্যচর্চা প্রসঙ্গে’, আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ (ইমরান মাহফুজ সম্পাদিত)। ঢাকা: প্রথমা প্রকাশন।
মো. চেঙ্গিশ খান (২০১৯)। আবুল মনসুর আহমদের জীবনদর্শন ও সৃজনভুবন। ঢাকা: ডেইলি স্টার বুকস।
রাজীব হুমায়ুন (১৯৮৫)। ‘আবুল মনসুর আহমদের রাজনৈতিক ব্যঙ্গরচনা’, সাহিত্য পত্রিকা। ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়।
সরিফা সালোয়া ডিনা (২০২২)। ‘ব্যঙ্গরসাত্মক গল্প: প্রসঙ্গ আয়না’, আবুল মনসুর আহমদের আয়না: বিষয় ও প্রকরণ (রিষিণ পরিমল ও হাসান অরিন্দম সম্পাদিত)। ঢাকা: শোভা প্রকাশ।
সিরাজুল ইসলাম চৌধুরী (২০১৫)। ‘যেখানে আবুল মনসুর আহমদ স্বতন্ত্র’, আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ (ইমরান মাহফুজ সম্পাদিত)। ঢাকা: প্রথমা প্রকাশন।

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.