বিনয় মজুমদারের কবিতা: প্রেম ও নিসর্গের নান্দনিক শিল্পভাষ্য

DOI: https://doi.org/10.62328/sp.v59i1-2.4

Authors

Keywords:

পঞ্চাশের দশকের কবিতা, ভাগ্যবিড়ম্বিত কবিজীবন, আত্মজীবনীমূলক কবিতা, মানব-মানবীর আন্তঃসম্পর্ক, প্রেমজ বিরহ, শরীরনির্ভর প্রেমার্তি, কবিতায় নিসর্গলোক, বিজ্ঞানমনস্ক কবিতা, কাব্যের শিল্পবিন্যাস, বিনয় মজুমদার , ফিরে এসো, চাকা, গায়ত্রীকে

Abstract

বিনয় মজুমদার (১৯৩৪-২০০৬) উত্তর-জীবনানন্দ পর্বের এক সত্যসন্ধ কবি যিনি কবিতার বিষয় ও শৈলীতে অভিনব ও স্বতন্ত্র। বস্তুবিশ্ব ও মনোবিশ্বের অনির্বাণ আঘাতে-প্রত্যাঘাতে নির্মিত হয়েছে তাঁর কবিমানস। কবিতায় তিনি প্রদর্শন করেছেন নিবিড় অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমের স্বাক্ষর। পাঁচ দশকব্যাপী বিস্তৃত বিনয়ের কবিজীবন গ্রহণ-বর্জন-স্বীকরণের নিজস্ব নিয়মে বিকশিত। বিষয়-গৌরব ও প্রকরণ-পরিচর্যায় তাঁর কবিতা বহুকৌণিক ঔজ্জ্বল্যে ভাস্বর। প্রেম ও নিসর্গের নিবিড় অনুধ্যান বিনয়কাব্যের এক গৌরবময় প্রান্ত। প্রেমভাবনায় তিনি ব্যক্তিজীবনের অনুভব ও উপলব্ধিকেই দিয়েছেন শিল্পমূল্য। অপর দিকে বিজ্ঞান ও গণিত-মনস্ক বিনয়মানস প্রকৃতি ও নিসর্গলোক থেকে অর্জন করেছে অনিঃশেষ রহস্যের সন্ধান। প্রেম ও নিসর্গ—দুইয়ের শৈল্পিক গ্রন্থনায় বিনয়-কাব্য অর্জন করেছে বিস্ময়কর শিল্পসিদ্ধি। আলোচ্য প্রবন্ধে বিনয় মজুমদারের কবিতায় প্রেম ও নিসর্গের যে নান্দনিক শিল্পভাষ্য তা অন্বেষণের প্রয়াস রয়েছে।

References

আকাশ বিশ্বাস (২০১২)। পঞ্চাশের প্রবণতা ও বিনয় মজুমদার। কলকাতা: বঙ্গীয় সাহিত্য সংসদ।

আর্যনীল মুখোপাধ্যায় (২০২১)। ‘আমাদের জ্ঞানদণ্ডে এক প্রান্ত শুদ্ধতম গণিত ... আর অন্য প্রান্ত ... কবিতা’, এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার (এহসান হায়দার ও সিগ্ধদীপ চক্রবর্তী সম্পাদিত)। ঢাকা: আশ্রয় প্রকাশন।

এহসান হায়দার ও স্নিগ্ধদীপ চক্রবর্তী (২০২১)। এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার। ঢাকা: আশ্রয় প্রকাশন।

জয় গোস্বামী (২০২১)। ‘বেদনার আলো’, এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার (এহসান হায়দার ও সিগ্ধদীপ চক্রবর্তী সম্পাদিত)। ঢাকা: আশ্রয় প্রকাশন।

জ্যোতির্ময় দত্ত (২০১৭)। কবিতার শহীদ ও অন্যান্য। কলকাতা: প্রতিভাস।

পিনাকেশ সরকার (২০১২)। কবির কবিতা কবির গদ্য। কলকাতা: বঙ্গীয় সাহিত্য সংসদ।

বিজয় সিংহ (২০২১)। ‘বিনয় মজুমদারের আরশিনগর’, এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার (এহসান হায়দার ও সিগ্ধদীপ চক্রবর্তী সম্পাদিত)। ঢাকা: আশ্রয় প্রকাশন।

বিনয় মজুমদার (২০০৬)। কাব্যসমগ্র প্রথম খণ্ড। কলকাতা: প্রতিভাস।

বিনয় মজুমদার (২০১৭)। কবিতা সমগ্র। ঢাকা: কবি প্রকাশন।

বিনয় মজুমদার (২০১৬)। নির্বাচিত সাক্ষাৎকার। ঢাকা: কবি প্রকাশন।

মাসুদুজ্জামান (১৯৯৩)। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবিতা: তুলনামূলক ধারা। ঢাকা: বাংলা একাডেমি।

রবিশংকর বল (২০২১)। ‘জননের প্রকৃষ্ট সময়’, এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার (এহসান হায়দার ও সিগ্ধদীপ চক্রবর্তী সম্পাদিত)। ঢাকা: আশ্রয় প্রকাশন।

শক্তি চট্টোপাধ্যায় (২০২১)। ‘কবিতা বিষয়ক প্রস্তাব’, এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার (এহসান হায়দার ও সিগ্ধদীপ চক্রবর্তী সম্পাদিত)। ঢাকা: আশ্রয় প্রকাশন।

শ্রীতরুণ বন্দ্যোপাধ্যায় (২০২১)। ‘বিনয় মজুমদারের কবিতাতত্ত্বের সংক্ষিপ্ত পরিচয়’, এক আশ্চর্য ফুল বিনয় মজুমদার (এহসান হায়দার ও সিগ্ধদীপ চক্রবর্তী সম্পাদিত)। ঢাকা: আশ্রয় প্রকাশন।

সুধীন্দ্রনাথ দত্ত (১৩৬৪)। স্বগত। ঢাকা: সিগনেট প্রেস।

সুনীল গঙ্গোপাধ্যায় (২০০৬)। ‘প্রথম সংস্করণের ভূমিকা’, বিনয় মজুমদারের ডায়েরি (অজয় নাগ ও কমল মুখোপাধ্যায় সম্পাদিত)। কলকাতা: শিলীন্ধ্র প্রকাশন।

স্নিগ্ধদীপ চক্রবর্তী (২০১৭)। বিনয় মজুমদার: জীবন ও সাহিত্য। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়: পিএইচডি অভিসন্দর্ভ।

cover

Downloads

Published

2024-12-31

How to Cite

বিনয় মজুমদারের কবিতা: প্রেম ও নিসর্গের নান্দনিক শিল্পভাষ্য . (2024). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 59(1-2), ৭৫-৯৬. https://doi.org/10.62328/sp.v59i1-2.4