সংস্কৃত সূক্তিতে সমাজ

DOI: https://doi.org/10.62328/sp.v59i1-2.3

Authors

Keywords:

সংস্কৃত সাহিত্য, মানুষ, সুভাষিত, সমাজভাবনা, সমাজগঠন, মানবসভ্যতা, তুলনামূলক বিশ্লেষণ

Abstract

পৃথিবীতে প্রাচীন ভাষাগুলোর মধ্যে সংস্কৃত ভাষা একটি। এ ভাষায় রচিত কাব্য, নাটক, দর্শন, বিজ্ঞান, ব্যাকরণ, ধর্ম প্রভৃতি গ্রন্থে জ্ঞান-বিজ্ঞানের প্রায় সকল দিক আলোচিত হয়েছে। বিশাল এ সংস্কৃত সাহিত্যে প্রচুর সূক্তি রয়েছে। এগুলো প্রাচীন ভারতের মানুষের চিন্তা-চেতনার প্রতিফলিত রূপ। সমাজে মানুষের সুখ-দুঃখের বিভিন্ন কথা, লোকনীতি, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতির বিভিন্ন তথ্য মেলে এসব সুভাষিতে। আলোচ্য প্রবন্ধে সংস্কৃত সাহিত্যের বিখ্যাত কিছু গ্রন্থের কিছু সূক্তি আলোচিত হয়েছে এবং এ চমৎকার উক্তিগুলোর মাঝে তৎকালীন সমাজের কোন বিষয়গুলো ফুটে উঠেছে এবং বর্তমান সমাজে তার প্রয়োজনীয়তা কী, তা আলোচনা করা হয়েছে।

References

কালিদাস (২০১৬)। অভিজ্ঞান-শকুন্তলম্ (সত্যনারায়ণ চক্রবর্তী সম্পাদিত)। কলকাতা: সংস্কৃত পুস্তক ভাণ্ডার।

কৌটিল্য (২০১৪)। কৌটিলীয়ম্ অর্থশাস্ত্রম্ (মানবেন্দু বন্দ্যোপাধ্যায় অনূদিত ও সম্পাদিত)। কলকাতা: সংস্কৃত পুস্তক ভাণ্ডার।

চাণক্য (১৯৯০)। চাণক্য-নীতি-শাস্ত্রম্ (সত্যনারায়ণ চক্রবর্তী সম্পাদিত)। কলকাতা: সংস্কৃত পুস্তক ভাণ্ডার।

বাল্মীকি (১৯৯৬)। রামায়ণম্ প্রথম ও দ্বিতীয় খণ্ড (ধ্যানেশনারায়ণ চক্রবর্তী অনূদিত ও সম্পাদিত)। কলকাতা: নিউলাইট।

বিষ্ণুশর্মা (২০১৪)। সংস্কৃত সাহিত্যসম্ভার খণ্ড ১৫ (প্রসূন বসু সম্পাদিত)। কলাকাতা: নবপত্র প্রকাশন।

বেদব্যাস (১৩৯৬)। বামনপুরাণ (পঞ্চানন তর্করত্ন সম্পাদিত)। কলকাতা: নবভারত পাবলিশার্স।

বেদব্যাস (১৪২২)। মহাভারতম্ (হরিদাসসিদ্ধান্তবাগীশ ভট্টাচার্য্য অনূদিত ও সম্পাদিত)। কলকাতা: বিশ্ববাণী প্রকাশনী।

ভারবি (১৯৯২)। কিরাতার্জুনীয়ম্ প্রথম সর্গ (কানাই লাল রায় সম্পাদিত)। ঢাকা: বাংলা একাডেমি।

ভারবি (১৯৯৪)। কিরাতার্জুনীয়ম্ দ্বিতীয় সর্গ (ফয়েজুন্নেছা বেগম সম্পাদিত)। ঢাকা: বাংলা একাডেমি।

রবীন্দ্রনাথ ঠাকুর (১৪০২)। প্রাচীন সাহিত্য। কলকাতা: বিশ্বভারতী গ্রন্থনবিভাগ।

শূদ্রক (২০০৭)। মৃচ্ছকটিকম্ (উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায় ও অনীতা বন্দ্যোপাধ্যায় সম্পাদিত)। কলকাতা: সংস্কৃত বুক ডিপো।

cover

Downloads

Published

2024-12-31

How to Cite

সংস্কৃত সূক্তিতে সমাজ. (2024). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 59(1-2), ৫৫-৭৪. https://doi.org/10.62328/sp.v59i1-2.3