রবীন্দ্রনাথের ছড়া 

DOI: https://doi.org/10.62328/sp.v59i1-2.1

Authors

Keywords:

ছড়া, রবীন্দ্রনাথের ছড়া, ছড়ার পাণ্ডুলিপি, ছড়ার বিষয়, ছড়ার ভাষা, ছড়ার ছন্দ, ছড়ার পাঠভেদ, রবীন্দ্রনাথের শেষজীবন

Abstract

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিজীবনের শেষ দিকে ছড়াগ্রন্থ ছড়া (১৯৪১) প্রকাশিত হয়। এ গ্রন্থে মোট ১১টি ছড়া সংকলিত হয়েছে। ছড়াগুলো লেখার ও প্রকাশের সময় নির্দেশ করার পাশাপাশি ওই সময়ে কবির শারীরিক ও মানসিক অবস্থার মূল্যায়ন করা হয়েছে এই প্রবন্ধে। ছড়া গ্রন্থের ছড়ার বিষয় ও ভাবনা এবং ভাষা ও ছন্দ এই প্রবন্ধের মূল আলোচ্য। একইসঙ্গে গ্রন্থভুক্ত ছড়ার পাণ্ডুলিপি ও বিভিন্ন সংস্করণের পাঠভেদের তুলনামূলক আলোচনাও করা হয়েছে। ছড়ার বিষয়, রূপান্তর, পাঠভেদ এবং কবির বিভিন্ন মন্তব্যের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের চেতনার স্বল্পালোকিত একটি দিকের উন্মোচন করার প্রয়াস আছে এই লেখায়। ছড়া নিয়ে কয়েকজন বিশ্লেষক-গবেষক এবং রবীন্দ্র-জীবনীকারের মন্তব্যও প্রাসঙ্গিকভাবে আলোচনায় এসেছে। এ সবের ভিত্তিতে এবং সরাসরি পাণ্ডুলিপি পর্যবেক্ষণ ও যাচাইয়ের মাধ্যমে ছড়ার লেখাগুলো সম্পর্কে সিদ্ধান্ত টানা হয়েছে; এই সূত্রে কিছু জিজ্ঞাসাও নতুন করে তৈরি হয়েছে।

Author Biography

  • সৈয়দ মোহাম্মদ শাহেদ, Tagore University of Creative Arts

    সৈয়দ মোহাম্মদ শাহেদ 
    উপাচার্য, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

    সৈয়দ মোহাম্মদ শাহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক। ২০১৯ সাল থেকে তিনি বাংলাদেশের রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের (১৯৮৬) পরে ড. শাহেদ জাপানের নাগোইয়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো ছিলেন (১৯৯০-১৯৯৩)। ২০১৮ সালে তিনি ‘নতুন চর্যাপদ’ গ্রন্থের জন্য জীবনানন্দ-ভূমেন্দ্র গুহ পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তিনি গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ইতিপূর্বে তিনি জাপানের সাইকো ফাউন্ডেশন এওয়ার্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস এওয়ার্ড লাভ করেন। ছাত্রজীবনে মেধাবী ফলাফলের জন্য পেয়েছিলেন শহীদ মোস্তফা কামাল শাহরিয়ার পুরস্কার।

    তাঁর গবেষণামূলক প্রকাশনার মধ্যে রয়েছে ‘ছড়ায় বাঙালী সমাজ ও সংস্কৃতি’, ‘Comparative Study in Oral Tradition, Aesthetics of Gandhi’, ‘আফ্রিকার কবিতা’, ‘নতুন চর্যাপদ’, ‘পরি’, ‘পলাশীর এক ইংরেজ সৈনিকের কালপঞ্জি’, ‘ঢাকা শহরের ভিখারিদের গান’, ‘জীবনীগ্রন্থ রমেশ শীল’, ‘ফনী বড়ুয়া: জীবন ও রচনা’, ‘রণেশ দাশগুপ্ত’, ‘সন্তোষ গুপ্ত’ প্রভৃতি। সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রমেশ শীল: অগ্রধিত গীতিগুচ্ছ’, ‘রমেশ শীল, অপ্রকাশিত কবিতাবলী’, ‘সংস্কৃতি ও উন্নয়ন’, ‘রমেশ শীল রচনাবলী’, ‘Culture of Peace’, ‘Dialogue among Civilizations’, ‘মাতৃভাষা’, ‘পানি, জলবায়ু, পরিবেশ’, ‘শিকাগোর চিঠি’ প্রভৃতি। কিশোর-সাহিত্যের মধ্যে রয়েছে ‘মিকি মাউস’, ‘প্যালেস্টাইন’, ‘ডিজনী নগরে হৈচৈ’, ‘বাঘের মাসী’ প্রভৃতি।

    ড. শাহেদ বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সদস্য, শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদ সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল বোর্ডের সদস্য, বাংলাদেশ কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক পরিষদের সদস্য, বাংলাদেশ ঐতিহ্য ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জাতিসংঘ সমিতির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

    তিনি ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, সিংগাপুর, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা ও ডমিনিকান রিপাবলিকে বিভিন্ন সেমিনার-সম্মেলনে যোগদান করেছেন।

    সৈয়দ মোহাম্মদ শাহেদের জন্ম বাংলাদেশের চট্টগ্রাম জেলায় ১৯৫২ সালে। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন

References

অজিত দত্ত (১৯৬০)। বাংলা সাহিত্যে হাস্যরস। কলকাতা: দে’জ পাবলিশিং।

অনুত্তম ভট্টাচার্য (২০০৩)। রবীন্দ্ররচনাভিধান, পঞ্চম খণ্ড। কলকাতা: দীপ প্রকাশন।

আশুতোষ ভট্টাচার্য (১৯৭৩)। রবীন্দ্রনাথ ও লোকসাহিত্য। কলকাতা: এ মুখার্জী অ্যন্ড কোম্পানী।

উপেন্দ্রনাথ ভট্টাচার্য (১৪০৪)। রবীন্দ্র-কাব্য পরিক্রমা। কলকাতা: ওরিয়েন্ট বুক কোম্পানী।

কেতকী কুশারী ডাইসন ও সুশোভন অধিকারী (১৯৯৭)। রঙের রবীন্দ্রনাথ। কলকাতা: আনন্দ পাবলিশার্স।

নেপাল মজুমদার (১৯৯৬)। ভারতে জাতীয়তা, আন্তর্জাতিকতা ও রবীন্দ্রনাথ, ষষ্ঠ খণ্ড। কলকাতা: দে’জ পাবলিশিং।

প্রতিমা (দেবী) ঠাকুর (১৩৪৯)। নির্বাণ। কলকাতা: বিশ্বভারতী।

প্রভাতকুমার মুখোপাধ্যায় (১৩৯৫)। রবীন্দ্র জীবনকথা। কলকাতা: আনন্দ পাবলিশার্স।

প্রভাতকুমার মুখোপাধ্যায় (১৪০১)। রবীন্দ্র জীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক, চতুর্থ খণ্ড। কলকাতা: বিশ্বভারতী।

বাসন্তী চক্রবর্তী (১৩৮৭)। রবীন্দ্রনাথের শেষ পর্যায়ের কাব্য। কলকাতা: ওরিয়েন্ট বুক কোম্পানী।

মৈত্রেয়ী দেবী (১৯৬৭)। মংপুতে রবীন্দ্রনাথ। কলকাতা: রূপা অ্যাণ্ড সন্স।

রথীন্দ্রনাথ ঠাকুর (১৪২২)। আমার বাবা রবীন্দ্রনাথ (অনুবাদ: কবির চান্দ)। ঢাকা: অ্যাডর্ন পাবলিশার্স।

রবীন্দ্রনাথ ঠাকুর (১৩৮২)। ছন্দ (প্রবোধচন্দ্র সেন সম্পাদিত)। কলকাতা: বিশ্বভারতী।

রবীন্দ্রনাথ ঠাকুর (১৪১৬)। ছড়া। কলকাতা: বিশ্বভারতী।

রবীন্দ্রনাথ ঠাকুর (১৪১৬ক) রবীন্দ্র রচনাবলী, খণ্ড ২৬। কলকাতা: বিশ্বভারতী।

শুদ্ধসত্ত্ব বসু (১৪০৬)। রবীন্দ্রকাব্যের গোধুলি পর্যায়। কলকাতা: মণ্ডল বুক হাউস।

সনৎকুমার মিত্র (সম্পাদিত) (১৪০০)। লোকসংস্কৃতি গবেষণা। কলকাতা।

সুকুমার সেন (১৯৯৬)। বাঙ্গালা সাহিত্যের ইতিহাস চতুর্থ খণ্ড। কলকাতা: আনন্দ পাবলিশার্স।

সুধীরচন্দ্র কর (১৬৬৯)। কবিকথা। কলকাতা: সিগনেট প্রেস।

cover

Downloads

Published

2024-12-31

How to Cite

রবীন্দ্রনাথের ছড়া . (2024). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 59(1-2), ১-৪১. https://doi.org/10.62328/sp.v59i1-2.1