‘একুশের উপন্যাস’: ইতিহাস ও শিল্পের বোঝাপড়া

DOI: https://doi.org/10.62328/sp.v59i3.6

Authors

Keywords:

বাংলাদেশের সাহিত্য, নব্য ইতিহাসবাদ, উপন্যাস বিচার, রাজনৈতিক উপন্যাস, একুশের চেতনা, জহির রায়হান, রাষ্ট্রভাষা আন্দোলন

Abstract

উপন্যাসের রাজনৈতিক বয়ান একটি কালের বিচিত্র মাত্রাকে পাঠ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। উপন্যাস ইতিহাসের সংবাদপত্রীয় বিবরণমাত্র নয়; উপন্যাস কেবল গল্প আর কাহিনি-নির্ভর শিল্পমাধ্যম বলেও বিবেচিত হয় না। ব্যক্তির সমস্যা যেমন বহুবিচিত্র, উপন্যাসের আওতাও তাই বহুমাত্রিক। একটি বিশেষ কালে, বিশেষ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তে সৃষ্টিশীল মানুষের চেতনা ও সৃজনকর্ম মূলত ইতিহাসেরই সৃষ্টি। ১৯৫২-র রাষ্ট্রভাষা আন্দোলনের মতো বড় ঘটনা সম্পর্কে ঔপন্যাসিক পাঠ ওই কালপর্বের ইতিহাসের পাঠকে সামূহিক ও সম্পূর্ণ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিল্প-রূপকল্প হিসেবে উপন্যাসের বয়ান একটি জনজাতির মহাবয়ানের অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচিত হতে পারে। একটি জনগোষ্ঠীর রাজনৈতিক ইতিহাসের অনিবার্য উপাদান হিসেবে সামাজিক-অর্থনৈতিক-মনস্তাত্ত্বিক প্রসঙ্গ উপস্থিত থাকে উপন্যাসে। বাংলাদেশের জাতীয়তাবাদী বয়ানে ‘একুশের চেতনা’ বিবেচিত হয় একটি শক্তিশালী উপাদান হিসেবে। বাংলাদেশের ঔপন্যাসিকগণ তাঁদের করণকৌশলের সক্ষমতা অনুযায়ী কীভাবে এই চেতনাকে রূপদান করেছেন উপন্যাসের আধারে, তার অন্বেষণ-চেষ্টা আছে বর্তমান প্রবন্ধে।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

2025-04-30

How to Cite

‘একুশের উপন্যাস’: ইতিহাস ও শিল্পের বোঝাপড়া. (2025). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 59(3), 113-132. https://doi.org/10.62328/sp.v59i3.6