রবীন্দ্রনাথের প্রকৃতি চিত্রণঃ পত্র ও কাব্যে

DOI: https://doi.org/10.62328/sp.v37i2.4

Authors

  • মনোয়ারা হোসেন University of Dhaka Author

Abstract

বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিবেশের প্রেক্ষিতে পরিবর্তমান মানসিকতায় রবীন্দ্রনাথ প্রকৃতিকে যেভাবে প্রত্যক্ষ করেছেন, সেই ছবিগুলিই বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্নভাবে প্রতিফলিত হয়েছে তার বিভিন্ন পর্যায়ের কবিতায়। রবীন্দ্রনাথের প্রকৃতি-চিত্র শুধু তত্ত্বসমৃদ্ধ নয়, তা তথ্য-সজীবও বটে। প্রাত্যহিক চোখে দেখা বৈচিত্র্যময় এই প্রকৃতির স্বরূপ-বৈশিষ্ট্যের পর্যালোচনাই বর্তমান প্রবন্ধের প্রতিপাদ্য। রবীন্দ্রনাথের প্রকৃতি সম্পর্কিত উপর্যুক্ত কবিতা পর্যালোচনায় লক্ষ করা যায় যে অকৃত্রিম প্রকৃতির চিত্র কখনো জীবন-বিচ্ছিন্ন, কখনো জীবনসম্পৃক্ত হয়ে ধরা পড়েছে তার কবিতায়। নিসর্গ বর্ণনার মধ্য দিয়ে বিচিত্র জীবনের বিন্যাসকে তুলে ধরেছেন কবি। ক্রমশ প্রকৃতির পরিপূর্ণ ঔজ্জ্বল্যের ভেতর যে অনুচ্চারিত, কুণ্ঠিত,অনতিস্ফুট দিকটি রয়েছে তার প্রতি আগ্রহী হয়েছেন তিনি। রবীন্দ্র-মানসে যে-ভাব সঞ্চারিত হয়েছে, বাইরের বৃহৎ পৃথিবীর যে বস্তু, যে প্রকৃতি তার মনকে আচ্ছাদিত করেছে তার প্রতিফলন রয়েছে বিভিন্ন পত্রে। এই সব ভাবনা ও অভিজ্ঞতা কবির কাব্যে প্রতিফলিত হয়ে রবীন্দ্রকাব্যকে বিশিষ্ট করেছে। রবীন্দ্রনাথের অনেক কবিতার পূর্বাভাস বা সৌসাদৃশ্য রয়েছে বিভিন্ন সময়ে লেখা চিঠিপত্রে। দৃশ্যনির্ভর কল্পনা-প্রসূত যে বৈচিত্র্য রবীন্দ্র-সৃষ্টিতে ধরা পড়েছে, তার কতিপয় সমান্তরাল রূপের দৃষ্টান্ত এখানে উপস্থাপিত হল।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

1994-02-01

How to Cite

রবীন্দ্রনাথের প্রকৃতি চিত্রণঃ পত্র ও কাব্যে . (1994). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 37(2), 91-128. https://doi.org/10.62328/sp.v37i2.4