শহীদ কাদরীর উত্তরাধিকার

Abstract
ষাটের প্রজন্মের প্রতিনিধিস্থানীয় কবিব্যক্তিত্ব শহীদ কাদরীর প্রথম কাব্যগ্রন্থ উত্তরাধিকার (১৯৬৭)। শহীদ কাদরীর কবিতায় রয়েছে অগ্রসরতা। সুগভীর জীবনবোধ, বিশ্বনাগরিক চৈতন্য এবং আধুনিক শিল্পদৃষ্টি সমন্বয়ে তিনি গ্রন্থিত করেছেন পরিণতির মননমুদ্রা।উত্তরাধিকার-এর অধিকাংশ কবিতা উত্তম পুরুষে স্বীকারোক্তিমূলক ভঙ্গীতে রচিত। স্বাদেশিক এবং আন্তর্জাতিক সার্বিক ধ্বংসযজ্ঞের বোধ, অভিজ্ঞতা ও স্মৃতির উত্তরাধিকার কবিকে কেবলই নেতিবাচকতায় আক্রান্ত করেছে। যুগপৎ ভাবে ও ভাবনায় তিনি সুধীন্দ্রনাথ দত্তের সন্নিকট, তাঁর কবিতার নানা প্রসঙ্গ মনে করিয়ে দেয় বোদলেয়ারকে আবার আধুনিক সভ্যতার শূন্যতার চিত্রাঙ্কনে এলিয়টের সমীপবর্তী হয়েও তিনি পৃথক। শহীদ কাদরী নাগরিক চৈতন্যে লালিত কবি। কিন্তু তার নগরচৈতন্য শামসুর রাহমানের ন্যায় ইতিহাস-ঐতিহ্য-কিংবদন্তী স্নাত নয়। নাগরিক পরিভাষা তাঁর কবিতায় ঔজ্জ্বল্য সঞ্চার করেছে। পাশাপাশি, পরতে পরতে জড়িয়ে আছে নৈসর্গিক উপকরণ। শহীদ কাদরী বাংলাদেশের কবিতায় এক নতুন উত্তরাধিকার নির্মাণ করেছেন।
Downloads

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1994 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.