ডক্টর সুশীল কুমার দে

DOI: https://doi.org/10.62328/sp.v37i2.1

Authors

  • ভবতোষ দত্ত প্রাক্তন রবীন্দ্র অধ্যাপক, বিশ্বভারতী, শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ Author

Abstract

ডক্টর সুশীলকুমার দে (১৮৯০-১৯৬৮) ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ের শিক্ষকদের অন্যতম। ১৯২৩ থেকে ১৯৪৭ পর্যন্ত তিনি ছিলেন এ-বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগের প্রধান। ইংরেজিতে অনার্স ও এম. এ. এবং লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ-এর ডিলিট ডিগ্রিধারী ডক্টর দের পি. আর. এসের থিসীস History of Bengali Literature in the Nineteenth Century 1800-1825 -এর মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাসের যে গোড়াপত্তন করেছিলেন, এখনও সেটা অটুট। তাঁর সম্পাদিত সংস্কৃত ক্লাসিকস আদর্শ পদ্ধতি, রীতির অনুসরণ ও পাণ্ডিত্যে আজও অনতিক্রান্ত। বাঙালির জীবনে ও সংস্কৃতিতে তাঁর আগ্রহ ও অনুসন্ধানস্পৃহা ছিল অক্লান্ত। সুশীলকুমার বাংলা প্রবাদের যে সংকলন করেছিলেন সেটা তার স্থায়ী কীর্তি বলেই স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সৃষ্টিশীল রচনার মধ্যে ছিল সনেট ও অন্যান্য কবিতা।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

1994-02-01

How to Cite

ডক্টর সুশীল কুমার দে . (1994). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 37(2), 9-28. https://doi.org/10.62328/sp.v37i2.1