বিশ শতকের তৃতীয় দশকে বাঙালি লেখকদের সাহিত্য-চিন্তা

DOI: https://doi.org/10.62328/sp.v43i2.8

Authors

  • রঘুনাথ ভট্টাচার্য University of Dhaka Author

Abstract

বিশ শতকের তৃতীয় দশকটি বাংলা প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় দেশে এবং বিদেশে সামাজিক ও রাজনৈতিক উত্থান-পতনের ফলে সাহিত্যক্ষেত্রেও তার প্রভাবে লেখকদের চিন্তা-চেতনায় পরিবর্তন সাধিত হয়। এ-দশকে বাংলা ভাষায় প্রকাশিত সাহিত্য-বিষয়ক নিম্নলিখিত গ্রন্থগুলির সন্ধান পাওয়া যায়:

১. অতুলচন্দ্র গুপ্ত, কাব্যজিজ্ঞাসা (১৩৩৫)

২. কাজী আবদুল ওদুদ, নবপর্যায়, প্রথম খণ্ড (১৩৩৩); দ্বিতীয় খণ্ড (১৩৩৬)

৩. চিত্তরঞ্জন দাশ, কাব্যের কথা (১৯২০)

৪. নলিনীকান্ত গুপ্ত, সাহিত্যিকা (১৯২০); রূপ ও রস (১৯২৮)

৫. প্রমথ চৌধুরী, আমাদের শিক্ষা (১৩২৭ )

৬. যতীন্দ্রমোহন সিংহ, সাহিত্যের স্বাস্থ্যরক্ষা (১৩২৮)

৭. রবীন্দ্রনাথ ঠাকুর, সংকলন (১৩৩২)

৮. শশাঙ্কমোহন সেন, মধুসূদন (১৯২২); বাণী-মন্দির (১৯২৮)

৯. এস. ওয়াজেদ আলি, মুসলমান ও বাঙ্গলা সাহিত্য (১৩৩২)

বইগুলিতে সাহিত্যবিষয়ক কয়েকটি মৌল বিষয় আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে। সাহিত্যরচনার কৌশল, সাহিত্যের রসনিষ্পত্তি, জাতীয় জীবনের সঙ্গে সাহিত্যের সম্পর্ক, সমাজ-জীবনে সাহিত্যের উপযোগিতা, কাব্যরচনার উপাদান, সাহিত্যের সমস্যা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয় নানা প্রসঙ্গে এসেছে।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

2001-05-01

How to Cite

বিশ শতকের তৃতীয় দশকে বাঙালি লেখকদের সাহিত্য-চিন্তা . (2001). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 43(2), 133-144. https://doi.org/10.62328/sp.v43i2.8