বিভূতিভূষণের তিনটি উপন্যাস : প্রসঙ্গ ব্রাত্যজীবন

DOI: https://doi.org/10.62328/sp.v43i2.5

Authors

  • নাসরীন আখতার Kaliganj Mahtab Uddin Degree College, Jhenaidah Author

Abstract

সাহিত্য সৃষ্টির কালিক প্রবাহে উপন্যাস আধুনিক কালের সৃষ্টি। বাস্তব জীবনের প্রক্ষেপণে, লেখকের প্রজ্ঞার আলোকে প্রভাসিত এক জীবন অভিজ্ঞানের নন্দন-ভাষ্য উপন্যাস । নির্দিষ্ট সমাজ পরিবেশের প্রেক্ষাপটে বিন্যস্ত কাহিনী, চরিত্র, সংলাপ যখন ঔপন্যাসিকের প্রাণ প্রাচুর্যময় জীবনবোধে অম্বিত হয়, তখন তা হয়ে ওঠে শিল্পিত প্রজ্ঞায় দীপ্তিমান। উপন্যাসে বিন্বিত দেশ, কাল, ব্যক্তি, সমাজ এক সমগ্রতার উপলব্ধিতে পৌঁছায়। সমকাল, সমাজ, মানুষ সম্পর্কে তীব্র সচেতনতায় একজন লেখক বা ঔপন্যাসিক হয়ে ওঠেন সমগ্রের প্রত্যক্ষদর্শী। উপন্যাস সময় এবং মানুষের গতিশীলতা ধারণে বিশ্বস্ত। সেই অর্থে মানব মনের মাটিতে ঔপন্যাসিকের কাজ। সমাজ ও মানুষকে আশ্রয় করেই ঔপন্যাসিক তার জীবন সম্পর্কিত পূর্ণায়ত ধারণা ও বহুমুখী বোধের জগৎকে ব্যক্ত করেন। সে বহুমুখী বোধের অন্বেষণে বিভূতিভূষণের উপন্যাসের এক বৃহৎ অংশ জুড়ে এসেছে মানুষ, সে মানুষ সাধারণ ব্রাত্যজন। প্রকৃতি ও সমাজের ভারসাম্যতায় অনুপুঙ্খভাবে উচ্চ বর্ণের পাশাপাশি নির্দ্বন্দ্ব আস্থায় প্রবহমান ব্রাত্যজীবন। যেখানে নিরন্তর রূপায়ণই জীবন, বিভূতিভূষণ সে জীবনেরই নিতান্ত নির্মোহ, নিপুণ কারিগর। প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) সাহিত্যিক হিসেবে প্রধানত ঔপন্যাসিক। বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত তাঁর সাহিত্য-সাধনা বিবর্ধিত। সাহিত্য মননে এক বিশেষ দিকের প্রবক্তা তিনি। তাঁর রচনার প্রধান গুণ গ্রাম-জীবন সম্পৃক্তি। গ্রামীণ জীবনের আশা-নিরাশা দারিদ্র্য-লাঞ্ছিত জীবনের প্রথাগত প্যাটার্ন অতি সরল ও শিল্পশোভন উচ্চারণে তাঁর লেখায় ব্যঞ্জিত। তাঁর অঙ্কিত দারিদ্র্য-কষায়িত জীবনের সাথে শরৎচন্দ্র ও মানিক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গির প্রত্যক্ষ ও বস্তুগত পার্থক্য বিদ্যমান। শরৎচন্দ্র যেখানে গ্রামের কূটচক্রী, ষড়যন্ত্রকারী মানুষ চিত্রণে ও নারীমনের গভীরতার আন্তর-বিবিক্ষায় নিমজ্জিত, মানিক বন্দ্যোপাধ্যায় যেখানে ধনী-নির্ধনের সংঘাত, অর্থনৈতিক টানাপড়নের বিশৃঙ্খলা, ফ্রয়েডীয় চিন্তা-চেতনায় ইন্দ্রিয় বিপর্যয়ের ধস বিন্যাসে জীবনের চরম বাস্তবতাকে তুলে ধরেছেন, বিভূতিভূষণ সেখানে তাঁর স্বপ্নের গ্রামের মানুষের চিত্র এঁকেছেন অত্যন্ত নির্লিপ্তনিষ্ঠায়। তাঁর আবেগসৃষ্ট মানুষ বড়মাপের—বিত্তবৈভবে নয়, চিত্তবৈভবে।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

2001-05-01

How to Cite

বিভূতিভূষণের তিনটি উপন্যাস : প্রসঙ্গ ব্রাত্যজীবন . (2001). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 43(2), 71-87. https://doi.org/10.62328/sp.v43i2.5