মধ্যযুগের বাংলা সাহিত্যে নগর : চর্যাপদে ও অন্নদামঙ্গলে

DOI: https://doi.org/10.62328/sp.v43i2.1

Authors

  • মোহাম্মদ আবু জাফর University of Dhaka Author

Abstract

ক্ষৌরকর্মকল্যাণে মুণ্ডিতমস্তক জনৈক তরুণ নেড়ে বামুনের বাস কোন এক নগরে, কিন্তু মন তার বিষয়-বাসনা-বঞ্চিত নয়, নয় সে নাগরালিতে পিছপা। সে কারণে, ডোম্বি এক যুবতী এবং তার মধ্যে নিত্য আসা-যাওয়া । কিন্তু নাগর তাকে না রাখে বা রাখতে পারে নিজের কাছে অথবা নগরের অন্য কোথাও—এমনই সমাজ ব্যবস্থা। বর্ণশাসিত এবং পুরুষশাসিত সমাজের প্রতিভূ কাহ্নপা তাই বোধ করি বলেছেন : 'ছোই ছোই জাসি বাম্‌হণ নাড়িআ'; যেন, নেড়ে বামুনই দাঁড়িয়ে থাকে বাসনাবর্জিত হয়ে, আর প্রগলভা ডোম্বি তাকে স্পর্শ করে করে যায়। অর্থাৎ ফলের ভাগী বামুন, পাপের ভাগী ডোম্বি। বলা বাহুল্য, এটা সঙ্গতিপূর্ণ সেকালের এবং পরবর্তীকালে অব্যাহত সমাজ পরিস্থিতির সঙ্গে। তারুণ্যে ডোম্বি-সংসর্গ দুঃসাহসের ব্যাপার, দক্ষতারও ব্যাপার এবং তা অর্জনের জন্যে উক্ত তরুণকে নিশ্চয়ই আত্মপ্রশিক্ষিত হতে হয়েছে। অনুমিত হয়, সে প্রশিক্ষণের দায়িত্ব নিতে হয়েছে তারই পরিচিত জনা কয়েক পুরসুন্দরীকেই। বাৎস্যায়নের প্রদত্ত তথ্যের ভিত্তিতে নীহাররঞ্জন রায় জানিয়েছেন যে, তৃতীয়-চতুর্থ শতকে সদাগরী বাণিজ্যলব্ধ ধনে সমৃদ্ধ বাঙলার নগরগুলোতে বাৎস্যায়নের কামসূত্র নাগর যুবক-যুবতীদের অনুশীলন-গ্রন্থ' ছিলো। 'গৌড়ের নগরপুষ্ট অবসরসমৃদ্ধ' নরনারীরা 'কামলীলা ও ঐশ্বর্যবিলাসের মধ্যে ছিলো নিমগ্ন। 'গৌড় নাগরেকরা যে লম্বা লম্বা নখ রাখিতেন এবং সেই নখে রং লাগাইতেন যুবতীদের মনোহরণ করিবার জন্য, তাহাও বাৎস্যায়ন লিখিয়া যাইতে ভুলেন নাই। গৌড় ও বঙ্গের রাজপ্রাসাদান্তঃপুরের নারীরা প্রাসাদের ব্রাহ্মণ, রাজকর্মচারী, ভৃত্য ও দাসদের সঙ্গে কিরূপ লজ্জাকর কামষড়যন্ত্রে লিপ্ত হইতেন তাহার সাক্ষ্যও বাৎস্যায়ন দিতেছেন। নাগর অভিজাত শ্রেণীর অবসর এবং স্বল্পায়াসলব্ধ ধনপ্ৰাচুৰ্য তাহাদিগকে ঐশ্বর্য-বিলাস এবং কামলীলার চরিতার্থতার একটা বৃহৎ সুযোগ দিত;... নাগর অভিজাত সমাজে নর্তকী, সভানারী, বাররামা, দেবদাসীরা অপরিহার্য অঙ্গ বলিয়াই বিবেচিত হইতেন। এ চিত্র বাঙলার সমৃদ্ধি-কালের। কিন্তু নৈতিক ও যৌন আচরণের যে ছবি বাৎস্যায়ন এঁকে গেছেন তা অব্যবহিত পরবর্তী শতকগুলোতে একেবারে অন্তর্হিত হয়ে যায় নি। বাৎস্যায়ন-নির্দেশিত 'সদাগরী ধনতন্ত্রে'র একপ্রকার অবসান ঘটতে থাকে সপ্তম শতক থেকে। ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে 'সামুদ্রিক বহির্বাণিজ্যের' যে অবনতি সূচিত হয় তার ফলে 'প্রাচীন বাঙলার নগরগুলির আকৃতি ও প্রকৃতি ধীরে ধীরে' বদলাতে আরম্ভ করে।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

2001-05-01

How to Cite

মধ্যযুগের বাংলা সাহিত্যে নগর : চর্যাপদে ও অন্নদামঙ্গলে . (2001). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 43(2), 1-12. https://doi.org/10.62328/sp.v43i2.1