বাউল কাজেম আলী বিশ্বাস ও তাঁর গান

DOI: https://doi.org/10.62328/sp.v26i2.5

Authors

  • মুহম্মদ মনসুরউদ্দীন University of Dhaka Author

Abstract

কাজেম আলী বিশ্বাসের জন্ম হয় যশোহরের অন্তর্গত আড়াপাড়া গ্রামে ১২৮০ বঙ্গাব্দে এবং মৃত্যু হয় ১৩৪১ বঙ্গাব্দে। তাঁহার পিতার নাম বদরউদ্দীন বিশ্বাস। তাঁহার গুরু ছিলেন একরাম শাহ। একরাম শাহ নিজে লেখাপড়া জানিতেন না। তিনি একজন সমর্থ সাধক ছিলেন। তাঁহার ভ্রাতুষ্পুত্র কাজেম আলীকে দীক্ষা দান করেন। কাজেম আলী নিজে লেখপড়৷ জানিতেন। প্রথম জীবনে শিক্ষকতা করিয়৷ জীবিকা নির্বাহ করিতেন। তিনি সুযোগ পাইলেই সাধু অর্থাৎ বাউলের সঙ্গে যোগদান করিতেন। এই প্রকার এক সাধু-সঙ্গে যোগদান কালে একজন ব্রাহ্মণ পণ্ডিত তাঁহাকে একটি সংস্কৃত শ্লোকের অর্থভেদ লইয়া বিদ্রূপ করেন ৷ কাজেম আলী ইহাতে মর্মাহত হইয়৷ সংস্কৃত শিক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। তিনি অত্যন্ত সুপুরুষ ছিলেন এবং শালপ্রাংশু ছিলেন। তিনি নিজে ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করিয়া নবদ্বীপের পণ্ডিত সুকদেব গোস্বামীর চতুষ্পাঠীতে ভর্তি হন এবং কালক্রমে সংস্কৃতে অদ্য ও মধ্য পরীক্ষায় পাশ করেন। দুর্ভাগ্যক্রমে লোকে তাঁহার ব্রাহ্মণের ছদ্মবেশ ধরিয়া ফেলেন, ফলে তিনি নবদ্বীপ ত্যাগ করিয়া স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং নিরন্তর সাধনায় লিপ্ত হন। তাঁহার রচিত গানসমূহ সংগ্রহের আমার সুযোগে হয় নাই। সম্প্রতি বাউল মহেন্দ্রনাথ গোস্বামীর সঙ্গে আমার পরিচয় হয়। মহেন্দ্রনাথের বাড়ী গোয়ালখালী, ডাকঘর- সাঁদরা, জেলা-যশোহর এবং তাঁহার জন্মসন ১৩২২। তিনি আমাদের দেশের একজন খ্যাত-নামা বাউল। তিনি আমাকে কাজেম আলী বিশ্বাসের বিস্তৃত জীবন-কথা শুনান (বাউল মহেন্দ্র কাজেম আলী শাহের জীবনী বর্ণনা করেন এবং ইহা tape record করিয়া রাখি)। মহেন্দ্রের নিকট হইতে কাজেম আলীর ১১টি গান সংগ্রহ করিতে সমৰ্থ হই। অন্য একজন বাউল হেদায়েৎ আলী তাঁহার নাম। তাঁহার নিকট হইতে কাজেম আলীর ১৪টি গান সংগ্রহ করি। হেদায়েত আলীর বাড়ী কুষ্টিয়া জেলার বাহাল-গাছী গ্রামে। ডাকঘর শরৎগঞ্জ। তিনি ১৩৫৯ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। খোন্দকার রফিউদ্দীন সিদ্দিকী প্রণীত ‘ভাব সঙ্গীত' নামক বাউল গান সংগ্রহ-গ্রন্থে বাউল কাজেম আলীর দুইটি গান দেখিতে পাওয়া যায়। অন্যত্র কাজেম আলীর বাউল গান দেখিয়াছি বলিয়া মনে পড়ে না৷ বাউল কাজেম আলী সংসার-ধর্ম ত্যাগ করিয়া সাধনায় লিপ্ত হন। তাঁহার মকবরায় প্রতি বৎসর ওরস হয় আড়াপাড়া গ্রামে।

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

1983-04-01

How to Cite

বাউল কাজেম আলী বিশ্বাস ও তাঁর গান. (1983). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 26(2), 71-83. https://doi.org/10.62328/sp.v26i2.5