সতেরোশতকের রোসাঙ্গে বাঙলাসাহিত্য

Abstract
রোসাঙ্গে রচিত বাঙলাসাহিত্যের আলোচনার জন্যে কয়েকটি বিষয়ে আমাদের ধারণা স্পষ্ট হওয়া প্রয়োজন। রোসাঙ্গরাজ্য পরিচিতি রোসাঙ্গ : বার্মার উত্তর-পশ্চিম সীমায় এবং চট্টগ্রামের দক্ষিণে সমুদ্রতীরে রথইঙ্গ (রক্ষতুঙ্গ ?) নামে একটি রাজ্য ছিল। সংস্কৃত রক্ষঃ (রাক্ষস) তুঙ্গ বা টুঙ্গী থেকে এ-নামের উৎপত্তি বলে অনুমিত। লামা তারানাথের ইতিহাসে 'রখন' নামে এবং আইন-ই-আকবরীতে 'আখরঙ' নামে অভিহিত হয়েছে এ দেশ। বাহারিস্তানগ্যয়বীতে মীর্যা নাথান এ-দেশকে ও দেশের মানুষকে আরখঙ ও রঙগী বলে উল্লেখ করেছেন। শিহাবউদ্দীন তালিসের ফাতিয়া-ই-ইরিয়াতেরও 'রখঙ' নামই মেলে। Pelo Vino-এর লাতিন ভাষায় রচিত ভূগোলে 'আরাকান' নাম রয়েছে। ফন লিনচটোয়েন অঙ্কিত মানচিত্রে এবং ফ্রায়ার ম্যানরিফের গ্রন্থেও মেলে Aracan নাম। এখনো পার্বত্য চট্টগ্রামের একটি এলাকার নাম ‘রাই খইঙ' (Raikhaing)। মুসলিমরচিত বাঙল৷ উপাখ্যানে বর্ণিত রোকাম শহর বা রাজ্য হচ্ছে জ্বীন-পরীদের দেশ। এটিও হয়তো ‘রখন’ বা ‘রখইঙ’-এর বিকৃত রূপ। বার্মার ইতিহাসকার ফেয়ার (A. P. Phayre ) ‘আরাকান’ নাম এই ‘রখইভ' নামের বিকৃতিজাত বলে উল্লেখ করেছেন। তাঁর মতে উচ্চারণে ‘অ' ও 'র'-এর স্থিতি বিপর্যয় ঘটার ফলেই রখঙ আরাকান হয়েছে। বার্মার মূল ভূখণ্ড ও আরাকানের মধ্যেকার দুরতিক্রম্য পর্বতই আরাকানের স্বাতন্ত্র্যের ও স্বাধীন সত্তার এবং সমুদ্রসান্নিধ্য তার সমৃদ্ধির কারণ। খ্রীস্টীয় দ্বিতীয় শতক থেকে স্বাধীন-স্বতন্ত্র রাজ্য বলে কথিত আরাকান একেবারে হামলা মুক্ত ছিল না। মাঝে মধ্যে বার্মার রাজাদের আক্রমণে আরাকান রাজারা ধন-জন ও স্বাধীনতা হারিয়েছেন সাময়িকভাবে। আবার মধ্যযুগে পরাক্রান্ত আরাকান রাজারা পূর্ববাঙলার ঢাকা অবধি তাঁদের আধিপত্য বিস্তার করেছেন কখনো কখনো। চট্টগ্রাম বিশেষত কর্ণফুলীর দক্ষিণ তীর থেকে টেকনাফ অবধি সমগ্র অঞ্চল দশ শতক থেকে প্রায় ১৬৬৬ সন অবধি অবিচ্ছিন্নভাবে আরাকান-রাজ্যভুক্ত ছিল এবং শঙ্খনদ থেকে টেকনাফ অবধি অঞ্চল ১৭৫৬ খ্রীস্টাব্দ পর্যন্ত আরাকান অধিকারে ছিল বলে জানা যায়। এমনকি ৯৫১ খ্রীস্টাব্দে চট্টগ্রামবিজেতা আরাকানরাজ গুল তইঙ সন্দ উচ্চারিত ‘চিৎ-তৌ-গঙ' (যুদ্ধ করা অন্যায়) থেকেই চাটিগা—চট্টগ্রাম নামের উৎপত্তি বলে কিংবদন্তী রয়েছে। মধ্যযুগে চট্টগ্রামের অধিকার নিয়ে গৌড়-ত্রিপুরা-আরাকান রাজাদের মধ্যে মাঝে-মাঝে যুদ্ধ হয়েছে। গৌড় বা ত্রিপুরা কখনো কখনো স্বল্পকালীন দখলও পেয়েছে বটে, তবে আগেই বলেছি ১৬৬৬ সনের আগে উত্তর চট্টগ্রাম এবং ১৭৫৬ সনের আগে শঙ্খনদ থেকে টেকনাফ অবধি গোটা ভূখণ্ড মুখ্যত ছিল আরাকানরাজ্যেরই অংশ।
Downloads

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1983 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.