বুদ্ধদেব বসুর সমালোচনা-ভাবনা

DOI: https://doi.org/10.62328/sp.v51i3.8

Authors

  • মুনিরা সুলতানা University of Dhaka Author

Abstract

শিল্পসৃষ্টির প্রেরণা-বিষয়ক প্রত্ন-জিজ্ঞাসা ও তার নানামাত্রিক অনুসন্ধান থেকে শিল্পীর নিজস্ব বা তার অনুসৃত নন্দনতত্ত্বের জন্ম। আর সাহিত্যের সহৃদয় বিচারক বলে নিজেকে স্বীকৃতি দিয়ে যারা আনন্দিত হন, নানা পন্থার বৈচিত্র্যের মাঝে সাহিত্যের, সাহিত্যের উদ্দেশ্যের, উপযোগিতার একটা চিরন্তন অথবা আন্তরিক সংজ্ঞার্থ দিতে ব্রতী হন তারা। এ মীমাংসা সহজ নয় বলেই সাহিত্য-বিচারেরও গোত্রভেদ বেড়েছে। সমালোচক বুদ্ধদেব বসু (১৯০৮- ১৯৭৪) সাহিত্য বিচারে স্পষ্টত কোনো পদ্ধতি বা আরোপিত পন্থায় বিশ্বাস ও তা অবলম্বন করেছিলেন -- একথা বলা যায় না। তবে সাহিত্য-সমালোচনার রীতি বিষয়ে তাঁর ধারণা ছিল । তাঁর সাহিত্যচিন্তার বিশেষ দিকগুলো থেকে সমালোচনার মতাদর্শ অনেকটা শনাক্ত করা যায়।

cover

Downloads

Published

2014-06-01

How to Cite

বুদ্ধদেব বসুর সমালোচনা-ভাবনা . (2014). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 51(3), ১৩৯-১৫০. https://doi.org/10.62328/sp.v51i3.8