অন্নদাশঙ্কর রায় : পত্রাবলির আলোকে

DOI: https://doi.org/10.62328/sp.v53i2.12

Authors

  • আবুল আহসান চৌধুরী Islamic University Bangladesh Author

Abstract

আমার কোনো কোনো চিঠি বন্ধুজনের নির্বাঙ্গে মাসিক পত্রিকায় প্রকাশিত হবার পর থেকে আমার বিশ্বাস জন্মেছে যে চিঠিরও সাহিত্যিক মূল্য থাকতে পারে। তেমনি ভয়ও জেগেছে যে আমার যে সব চিঠি ছাপবার মতো করে লেখা নয়, ফুর্তি করে লেখা সে সব চিঠিও একদিন ছাপার হরফে উঠতে পারে। এখন চিঠি লিখতে বসলে অমনি সতর্ক হই, পাছে এমন কিছু লিখি যা ছাপার হরফে ধরা পড়লে আমাকে সুদ্ধু ধরা পড়িয়ে দেবে৷ পাঠকরা ভাববেন, “কই, এঁর বই পড়ে যেমন মনে হয় চিঠি পড়ে তো তেমন হয় না।” এতদিনের সাধনায় আমার যে সাহিত্যিক রূপটি দেশের পাঠকদের চোখে পরিচিত হয়ে এসেছে একখানি চিঠি তাকে একদিনেই ধুলিসাৎ করতে পারে । অতএব শতং বল মা লিখ। 

cover

Published

2016-02-01

How to Cite

অন্নদাশঙ্কর রায় : পত্রাবলির আলোকে . (2016). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 53(2), ১৭১-১৯০. https://doi.org/10.62328/sp.v53i2.12