সত্যানুসন্ধানী প্রেমচন্দ এবং তাঁর গল্প

DOI: https://doi.org/10.62328/sp.v53i2.9

Authors

  • ইয়াসমিন আরা সাথী Islamic University Bangladesh Author

Abstract

মুনশী প্রেমচন্দ হিন্দি সাহিত্যের একজন শক্তিমান কথাসাহিত্যিক। যাদুবিদ্যা, ভোজবাজি আর রূপকথার গোলকধাঁধা থেকে মুক্তি দিয়ে তিনি হিন্দি সাহিত্যকে আন্তর্জাতিক মাত্রা এনে দিয়েছেন। হিন্দি সাহিত্যে তিনিই প্রথম বাস্তব জীবনমুখী গল্পের স্বাদ আনেন। পেশায় শিক্ষক তিনি তাঁর মূল ঝোঁকই ছিল আদর্শবাদ এবং চরিত্রগঠনের দিকে। অনেক ভারতীয়ের মতো তাঁরও বিশ্বাস ছিল স্বাধীনতা আসার সঙ্গে সঙ্গেই যাবতীয় দুঃখ কষ্টের লাঘব হবে। তাঁর গল্পের মাধ্যমে তৎকালীন সমাজ ও ইতিহাস সজীব হয়ে উঠেছে। তাঁর গল্পের কাহিনিভাগ কাশী, লক্ষ্ণৌ এবং প্রয়াগকে কেন্দ্র করে গড়ে উঠেছে৷ কখনো কখনো বিহার এবং রাজস্থানের যাপিত জীবন গল্পে স্থান পেয়েছে। প্রেমচন্দের গল্পের প্রধান বিষয় সামাজিক ও অর্থনৈতিক শ্রেণি-বিন্যাস, নৈতিকতা, সম্প্রদায়গত বিভাজন এবং মনস্তত্ত্ব। প্রেমচন্দের মূল লক্ষ্যই ছিল যাপিত জীবনের অন্তরালের সমস্যা উদ্‌ঘাটন এবং মুক্তি। জীবনের গভীর বাস্তবতাকে প্রত্যক্ষ করে সমাজ ও চরিত্র-পাত্রের অভ্যন্তর সত্যকে তিনি পাঠকের সামনে উপস্থাপন করেছেন। 

cover

Downloads

Published

2016-02-01

How to Cite

সত্যানুসন্ধানী প্রেমচন্দ এবং তাঁর গল্প. (2016). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 53(2), ১৩৩-১৪৭. https://doi.org/10.62328/sp.v53i2.9