সাঈদ আহমদের নাট্য নিরীক্ষা : অ্যাবসার্ড রূপকল্প, বাংলার মেটাফর, উদারনৈতিক মানবতাবাদ ও জাতীয়তাবাদের অন্বয়

DOI: https://doi.org/10.62328/sp.v53i2.7

Authors

  • শাহমান মৈশান Author

Abstract

এই প্রবন্ধে বহুমাত্রিক সৃজনশীল ব্যক্তিত্ব সাঈদ আহমদের নাট্যসত্তা ও তাঁর নাট্যসম্ভার বিশ্লেষণ করা হয়েছে। তার্কিক (পলিমিক) প্রণালীতে সাঈদ আহমদের নাট্য সংক্রান্ত বিদ্যমান সমালোচনার ক্ষেত্রটিতে বিচরণ করা হয়েছে পূর্ববর্তী সমালোচকদের মতামত প্রশ্নহীনভাবে মেনে নেবার জন্য নয়, বরং বাহাসে জড়িয়ে অনুসন্ধান করা হয়েছে সাঈদ আহমদের নাটকে আত্মস্থ অ্যাবসার্ড রীতির বিশিষ্টতা। অন্যদিকে, এই লেখায় চিহ্নিত করা হয়েছে সাঈদের অ্যাবসার্ড ধারার নাটকে বাংলার মেটাফর কীভাবে তাঁর নাটকে জাতীয়তাবাদী চেতনার বিস্ফোরণ ঘটিয়েছে। আবার এও খোঁজা হয়েছে সাঈদ আহমদের অ্যাবসার্ড ধারার নাটকে অভিযোজিত জাতীয়তাবাদী চেতনা কোন শৈল্পিক ও মানবিক তাড়নায় এক বিশ্বজনীন উদারনৈতিক মানবতাবাদের ছায়াতল সৃষ্টি করতে উন্মুখ হয়েছে। 

cover

Downloads

Published

2016-02-01

How to Cite

সাঈদ আহমদের নাট্য নিরীক্ষা : অ্যাবসার্ড রূপকল্প, বাংলার মেটাফর, উদারনৈতিক মানবতাবাদ ও জাতীয়তাবাদের অন্বয় . (2016). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 53(2), ৯১-১১৪. https://doi.org/10.62328/sp.v53i2.7