দানকেলিকৌমুদী : বিষয় ও প্রকরণ

DOI: https://doi.org/10.62328/sp.v53i2.6

Authors

  • ময়না তালুকদার University of Dhaka Author

Abstract

মধ্যযুগে শ্রীচৈতন্যদেব প্রবর্তিত প্রেমধর্ম মৃতপ্রায় বাঙালিচিত্তে সঞ্চার করেছিল প্রাণশক্তি। তিনি প্রচার করেছিলেন যে, জগতের সকল মানুষই সমান। তাঁর এই অসামান্য দর্শনে মুগ্ধ হয়ে দলে দলে মানুষ কৃষ্ণপ্রেমমন্ত্রে দীক্ষিত হতে শুরু করে । তিনি তাঁর প্রেমাপুত জীবনের দিব্য ভাবধারায় যাঁদের আপন করেছিলেন, যাঁরা প্রেমধর্মকে শাস্ত্রীয় ভিত্তির উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন, তাঁদের মধ্যে রূপ গোস্বামী (১৪৯০-১৫৫৯) অন্যতম । কাব্য, নাটক ও নাট্যতত্ত্ববিষয়ক গ্রন্থ রচনা করে তিনি মধ্যযুগে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। তাঁর দানকেলিকৌমুদী ভাণিকা শ্রেণির উপরপক ৷ এই উপরূপকটি একটি অঙ্কে সমাপ্ত ও হাল্কা রসের নাটক । গোবর্ধন গিরিপ্রান্তে মানসগঙ্গার তটে ঘাটোয়াল সেজে শ্ৰীকৃষ্ণ বাধার পথরোধ করে শুল্ক আদায় করতে গিয়ে প্রণয়ের যে অভিনব ধারা নাটকটিতে সৃষ্টি করেছেন, তা সত্যিই অসাধারণ। নাট্যকার অভিনব ঘটনা, মধুরভক্তিরস ও নানা চরিত্রের সমাবেশ ঘটিয়ে নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছেন। বর্তমান প্রবন্ধে ভাণিকাটির বিষয়বস্তু, চরিত্র-চিত্রণ, রাধা-কৃষ্ণের দুরূহ বিলাসলীলা, রস ইত্যাদি প্রসঙ্গ বিশ্লেষণ করা হয়েছে। 

cover

Downloads

Published

2016-02-01

How to Cite

দানকেলিকৌমুদী : বিষয় ও প্রকরণ . (2016). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 53(2), ৬৯-৮৯. https://doi.org/10.62328/sp.v53i2.6