মৈমনসিংহ গীতিকায় লোকসংস্কৃতির উপাদান

DOI: https://doi.org/10.62328/sp.v53i2.5

Authors

  • জাহাঙ্গীর আলম জাহিদ Bangladesh Open University (BOU) Author

Abstract

মৈমনসিংহ গীতিকা লোক-সাহিত্যের সংকলন। বৃহত্তর ময়মনসিংহ থেকে সংগৃহীত বহু সংখ্যক পালাগান শ্রী দীনেশচন্দ্র সেনের তত্ত্বাবধানে সংগৃহীত ও প্রকাশিত হয়। পালাগানগুলিতে সেকালের সামাজিক রীতি-রেওয়াজ, ধর্মীয় আচার ও প্রেম-বিষয়ক নানা তথ্য বর্ণিত হয়েছে। মৈয়মনসিংহ গীতিকায় লোকসংস্কৃতির নানা উপাদান ছড়িয়ে রয়েছে৷ আমাদের সংস্কৃতির ঠিকানা সন্ধানে এ গ্রন্থ সঞ্চার করতে পারে আলোকিত দিক-নির্দেশনা। বর্তমান প্রবন্ধে, লোকসংস্কৃতির উপাদান অনুসন্ধান করার প্রয়াস নেওয়া হয়েছে। 

cover

Published

2016-02-01

How to Cite

মৈমনসিংহ গীতিকায় লোকসংস্কৃতির উপাদান . (2016). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 53(2), ৫৭-৬৮. https://doi.org/10.62328/sp.v53i2.5