বাংলা ভাষাচর্চার ‘মূলধারা'য় মুহম্মদ শহীদুল্লাহ্ অন্তর্ঘাতমূলক তৎপরতা

DOI: https://doi.org/10.62328/sp.v53i2.3

Authors

  • মোহাম্মদ আজম University of Dhaka Author

Abstract

মুহম্মদ শহীদুল্লাহ্ সমকালীন ভাষাচর্চার প্রভাবশালী ধারা তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞানেই কাজ করেছেন। বিষয় ও রীতির দিক থেকে সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বিজয়চন্দ্র মজুমদার, সুকুমার সেন প্রমুখের সমান্তরালেই চলেছে তাঁর ভাষাবিজ্ঞান-সাধনা। কিন্তু তাঁর অনেকগুলো মত, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নিবিড়ভাবে পর্যালোচনা করলে দেখা যাবে, বাংলা ভাষাচর্চার মূলধারার বেশ কয়েকটি ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠিত বা প্রভাবশালী মত এড়িয়ে ভিন্নমত জানিয়েছেন। বর্তমান প্রবন্ধে তাঁর এ ধরনের তৎপরতাকে চিহ্নিত করা হয়েছে 'অন্তর্ঘাতমূলক' তৎপরতা হিসেবে। দেখানো হয়েছে, অনেকগুলো সিদ্ধান্তের ব্যাপারে তাঁর অস্বস্তি ছিল। কিন্তু শাস্ত্রীয়ভাবে সেগুলো রদ করার কৌশল বা প্রযুক্তি তাঁর হাতে ছিল না। ভিন্নমত বা সিদ্ধান্তের মধ্য দিয়ে তাঁর সে অস্বস্তির প্রকাশ ঘটেছে । শহীদুল্লাহ্র এই তৎপরতা একদিকে প্রভাবশালী মতের বাইরে গিয়ে মতপ্রকাশের ক্ষেত্রে আমাদের উৎসাহিত করে; অন্যদিকে বাংলা ভাষাচর্চার প্রভাবশালী ধারা ও প্রবণতার পর্যালোচনামূলক বিচারে সহায়ক ভূমিকা পালন করে। 

cover

Downloads

Published

2016-02-01

How to Cite

বাংলা ভাষাচর্চার ‘মূলধারা’য় মুহম্মদ শহীদুল্লাহ্ অন্তর্ঘাতমূলক তৎপরতা . (2016). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 53(2), ২৫-৩৮. https://doi.org/10.62328/sp.v53i2.3