শামসুর রাহমানের কবিতায় স্বাদেশিকতা

Abstract
বাংলাদেশের কবিতায় বিশিষ্ট স্থান অধিকার করে আছেন কবি শামসুর রাহমান। তাঁর কবিতা অনেকটা তিরিশের কাব্য-ঐতিহ্যের অনুবর্তন। পঞ্চাশের দশকের কবিতার রোমান্টিকতার ধারাকে তিনি তাঁর কবিতায় স্বাগত জানিয়েছেন। ধীরে ধীরে কবিতায় রোমান্টিক প্রেমচেতনা থেকে কবি নাগরিক জীবনের নিঃসঙ্গতা ও ক্ষয়িষ্ণুতা নির্মাণে সচেষ্ট হয়েছেন। গ্রামীণ মানব-সংস্কৃতির পরিবর্তে নগর-মধ্যবিত্ত মানব-সংস্কৃতি তাঁর কবিতার মূল অবলম্বন ছিল। বরাবরই তিনি নাগরিক চেতনাকে কবিতার প্রধান অবলম্বন হিসেবে গ্রহণ করেছিলেন। তবে মানবিকতাই ছিল তাঁর কবিতার আরাধ্য বিষয়। এই প্রবন্ধে কবির স্বদেশ ভাবনার স্বরূপ উপস্থাপনের প্রচেষ্টা গৃহীত হয়েছে।

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2016 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.