বাংলা আত্মজীবনী ও মীর মশাররফ হোসেন

DOI: https://doi.org/10.62328/sp.v3i2.6

Authors

  • মুনীর চৌধুরী University of Dhaka Author

Abstract

এ প্রবন্ধের মুখ্য উদ্দেশ্য, অধুনা দুষ্প্রাপ্য মীর মশাররফ হোসেনের স্বরচিত জীবন চরিত আমার জীবনীর একটি পূর্ণাংগ বর্ণনা প্রকাশ করা। সম্পূর্ণ গ্রন্থটি পুনর্মুদ্রিত হয়ে সতর্ক পাঠকের বিচারাধীন না হওয়া পর্যন্ত এ জাতীয় পরিচয় যথেষ্টরূপে পরিতৃপ্তিকর বা নিরন্ধ্র হোতে পারে না। বর্তমান প্রবন্ধের সীমাবদ্ধতাও স্পষ্ট। মীর সাহেবের বইটি বিপুল। পৃষ্ঠা সংখ্যা মোট ৪১৫। তার ওপর আত্মকাহিনীর মধ্যে জগতের যাবতীয় বস্তু ও তত্ত্বের অবাধ প্রবেশাধিকার থাকে বোলে সকল অংশ সমান প্রাসংগিকতার সূত্রে পরস্পরের সংগে সুগ্রথিত নয়। বইটি তাড়াতাড়ি পোড়বার সময় এবং টুকে নেবার জন্যে অংশ বাছাই করার কালে আমার ব্যক্তিমানসের নানা প্রবণতা যে আমার মনোযোগকে পরিচালিত করে নি এমন কথাও বোলতে পারি না। তবুও মূলের পরিচয়কে যথাসম্ভব অল্পর্শিত বিশুদ্ধতায় উপস্থিত কোরতে প্রয়াস পেয়েছি। আলোচনার দ্বারা যে অন্তরাল সৃষ্টি করেছি তার অপনোদনের জন্যে প্রবন্ধের শেষে পরিশিষ্টে মূল বইয়ের এক সুবৃহৎ অংশ পৃষ্ঠামুক্রমিক ধারাবাহিকতা বজায় রেখে অবিকল তুলে দিয়েছি।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1959-12-16

How to Cite

বাংলা আত্মজীবনী ও মীর মশাররফ হোসেন. (1959). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 3(2), 125-214. https://doi.org/10.62328/sp.v3i2.6