ভূদেব মুখোপাধ্যায়ের ইতিহাসচেতনা

Abstract
ঊনিশ শতকের প্রারম্ভিক লগ্নে ভারতীয় সমাজব্যবস্থায় বহুযুগ-প্রচলিত সনাতন ভাবাদর্শের সঙ্গে পাশ্চাত্য চিন্তা-চেতনার সংঘাত পরিদৃষ্ট হয়। পাশ্চাত্য জীবনবোধের অভিঘাতে ভারতীয় তথা বাঙালির জীবন ও সমাজব্যবস্থায় সাধিত হয় ব্যাপক পরিবর্তন এবং ভারতীয় জীবনবোধের সঙ্গে ইউরোপীয় চিন্তা- চেতনার ঘটে অভূতপূর্ব মেলবন্ধন। আধুনিক বাংলা সাহিত্যে ঐতিহাসিক ট্রাজেডি রচনার পথিকৃৎ ভূদেব মুখোপাধ্যায় এ যুগ-সন্ধিক্ষণের একজন অনুপ্রাণিত ব্যক্তিত্ব, যিনি ভারতীয় জাতীয়তাবোধে উজ্জীবিত হয়েও পাশ্চাত্যের নবচেতনার আবহে ঋদ্ধ। ভূদেবের সৃষ্টিকর্মে আমরা এসবের প্রতিফলন দেখি; বিশেষ করে তাঁর “সফল স্বপ্ন” এবং “অঙ্গুরীয় বিনিময়” উপন্যাসে। ধর্মাবেগ, সাম্প্রদায়িক সম্প্রীতির তাগিদ, দেশপ্রেম এবং আত্মানুসন্ধান ও আত্ম-আবিষ্কার কেন ও কীভাবে ভূদেবকে ঐতিহাসিক উপন্যাস সৃষ্টির পুরোভাগে স্থান করে দিয়েছে এ প্রবন্ধে তার স্বরূপ বিশ্লেষণ করা হয়েছে।
