মীর মশাররফ হোসেন : সমন্বয়ধর্মী জীবনবোধ ও অসাম্প্রদায়িক চেতনা

DOI: https://doi.org/10.62328/sp.v54i1.2

Authors

  • মো. আব্দুল আলীম Pabna University of Science and Technology Author

Abstract

মীর মশাররফ হোসেনের সৃজন ও মননশীলতার মৌল বৈশিষ্ট্য সমন্বয়ধর্মী জীবনবোধ ও অসাম্প্রদায়িক চেতনা। যুগজীবন ও পারিপার্শ্বিক নানা অভিঘাতে বিভ্রান্ত হয়ে শেষ জীবনে সাম্প্রদায়িক সঙ্কীর্ণতার কাছে আত্মসমৰ্পণ করলেও তাঁর অধিকাংশ রচনার মর্মমূলে প্রবাহিত হয়েছে অসাম্প্রদায়িক, উদার ও সমন্বয়ধর্মী জীবনাদর্শ। এ প্রবন্ধে বাঙালি সমাজে অসাম্প্রদায়িক ও সমন্বয়ধর্মী চিন্তার বিকাশ, মীর মশাররফ হোসেনের মানস গঠনে তার প্রভাব এবং তাঁর সৃষ্টিকর্মে এর প্রতিফলন সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। 

cover

Downloads

Published

2016-10-01

How to Cite

মীর মশাররফ হোসেন : সমন্বয়ধর্মী জীবনবোধ ও অসাম্প্রদায়িক চেতনা . (2016). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 54(1), ১১-২৪. https://doi.org/10.62328/sp.v54i1.2