পূর্ব পাকিস্তানের কাব্য সাহিত্য

Abstract
ত্রিশের কাব্যাদর্শের সঙ্গে আমাদের যে সকল কবি সংলগ্ন হতে পেরেছিলেন, সৈয়দ আলী আহসান তাঁদেরই সমসাময়িক হলেও, এ-কথা মনে করার কারণ আছে যে, ত্রিশের ধারাকেই তাঁর কাব্যের নিশ্চিত স্থিরীকৃত উৎস হিসেবে স্বীকার করে নেওয়া তাঁর পক্ষে কখনো পুরোপুরি সম্ভব হয় নি । ফলে তাঁর সমসাময়িক কবিদের মত ত্রিশের পর্যায়ের কোন-না-কোন মূল্যবোধের সঙ্গে তাঁর আত্মস্থ সংযোগ ঘটেনি। ক্রান্তি- কালের অস্থিরতায় তিনি যেন আগে থাকতেই অসংলগ্ন। বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষায় সমসাময়িক অনেক উৎক্ষেপ ছুয়ে গেছেনই শুধু—মানসিক কিংবা চেতনাগত দিক থেকে এই যুগাদর্শ সামগ্রিকভাবে তাঁর মনের পরম নির্ভরযোগ্য আশ্রয় হিসিবে স্থায়ী হতে পারে নি শেষ পর্যন্ত। এ-কারণে লক্ষণীয় যে, সৈয়দ আলী আহসানের ধর্ম-ভিত্তিক আদর্শ-চেতনা আছে, কিন্তু তার ধারাবাহিকতা নেই; কাল ও পরিস্থিতি-সম্পক্তি রয়েছে, কিন্তু সেটাও বিচ্ছিন্ন প্রক্ষেপের উর্ধ্বে উঠে কোন ধারণাগত পারম্পর্যে প্রসারিত নয়। অন্যপক্ষে ত্রিশের যুগের উত্তঙ্গ সমাজ-বোধও তাঁকে আকৃষ্ট করতে পারে নি সর্বাংশে।
Downloads

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1966 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.