উপন্যাসে প্রতাপাদিত্য

DOI: https://doi.org/10.62328/sp.v10i1.4

Authors

  • আবুল কালাম মনজুর মোরশেদ University of Dhaka Author

Abstract

স্বাধীনতা-আন্দোলনের প্রসারকালে এ আন্দোলনের পরোক্ষ প্রভাবে বাঙলা সাহিত্য বিশেষভাবে সমৃদ্ধ হয়েছিল। সংলগ্ন-চেতনানুসারী একটি দল বাঙলাদেশের বীরদের স্মরণার্থে 'বীর-পূজা' (hero-worship) প্রবর্তন করেন। এই আন্দোলনের প্রত্যক্ষ চেতনা থেকে প্রতাপাদিত্য, উদয়াদিত্য, সীতারাম, সিরাজদ্দৌলা, মীরকাশিম-কেন্দ্রিক উপন্যাস, নাটক, ইতিহাস ও জীবনী সাহিত্য-শাখা গড়ে ওঠে। আলোচনা-সূত্রে বাঙলা দেশে বীরপূজা-আন্দোলনের প্রকৃতি বিশেষভাবে লক্ষণীয়। বীরপূজা প্রথম প্রবর্তিত হয় মহারাষ্ট্রে। ১৮৯৭ খৃষ্টাব্দে বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে অত্যন্ত আড়ম্বরের মধ্যে শিবাজী-উৎসব পালন করা হয়। উৎসবের মুখ্য উদ্দেশ্য ছিল, শিবাজী-স্মৃতিগাথা স্মরণের মাধ্যমে মারাঠীদের জাতীয়তাবোধের নব-জাগরণ। শিবাজী একদা অখণ্ড ভারতে হিন্দু-ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য মোগলদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন—বর্তমান বিচ্ছিন্ন চেতনার কালে মারাঠারা অগ্রসূরীর উক্ত আদর্শদ্বারা অনুপ্রাণিত হবে, এই ছিল উদ্যোক্তাদের ধারণা। স্বদেশী আন্দোলনের কালে স্বীয় চেতনার সঙ্গে অতীত গৌরববোধের সংযোগ- সাধনের দ্বারা হিন্দু ভারতের রাজনৈতিক চেতনা জাগ্রত করা ছিল শিবাজী-উৎসবের অন্যতম উদ্দেশ্য।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1966-06-15

How to Cite

উপন্যাসে প্রতাপাদিত্য . (1966). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 10(1), 119-170. https://doi.org/10.62328/sp.v10i1.4