গ্রন্থ-পরিচয়

Abstract
বাংলা মুদ্রণ ও প্রকাশনের ইতিহাস খুব দীর্ঘকালের নয়। এই অনতিদীর্ঘ সময়ের মধ্যে এর বিকাশ যেমন দ্রুতগতি, তেমনি এর আদিযাত্রা বাধাসঙ্কুল। ১৭৭৮ খ্রীস্টাব্দে হুগলীতে অ্যানড্রুজ নামে এক পুস্তক ৰিক্রেতা বাংলা দেশে সর্বপ্রথম মুদ্রাযন্ত্র স্থাপন করেন। ঐ প্রেস থেকে ঐ বছরেই ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের A Grammar of the Bengal Language প্রকাশিত হয় এবং সে ব্যকিরণে ব্যবহারের জন্যে চার্লস উইলকিন্স বাংলা হরফ নির্মাণ করেন। এর প্রায় বিশ বছর পরে মালদহ জেলার মদনাবাটিতে উইলিয়ম কেরীর প্রেস প্রতিষ্ঠিত হয়। ১৮০০ খ্রীস্টাব্দে কেরীর সঙ্গে সে-প্রেস উঠে আসে শ্রীরামপুর মিশনে৷ ১৮০১ থেকে ১৮৩২ পর্যন্ত শ্রীরামপুর প্রেসে চল্লিশটি ভাষায় ২,১২,০০০ কপি বই মুদ্রিত হয়ে বাংলা মুদ্রণ ও প্রকাশনের দৃঢ় ভিত্তিভূমি রচনা করে। ১৮১৮ সালে কলকাতায় ইউস্টেস কেরী ব্যাপ্টিস্ট মিশন প্রেস প্রতিষ্ঠা করেন। ১৮৩৭এ এ দুই প্রেসের মিলন ঘটে । উইল- কিন্সের শিষ্য পঞ্চানন কর্মকার, তাঁর শিষ্য ও জামাত। মনোহর এবং মনোহরের পুত্র কৃষ্ণচন্দ্রের নৈপুণ্যে শ্রীরামপুর প্রেসের টাইপ-ফাউণ্ডী বিশিষ্ট মর্যাদালাভ করে। অন্যপক্ষে উইলিয়ম ওয়ার্ডের নেতৃত্বে শ্রীরামপুরের কাগজের কল ও খ্যাতি ও প্রতিষ্ঠালাভ করে।
Downloads

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1966 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.