জায়সী ও আলাওল [শুক-খণ্ডের তুলনামূলক আলোচনা]

DOI: https://doi.org/10.62328/sp.v10i2.1

Authors

  • সৈয়দ আলী আহসান Author

Abstract

এ অধ্যায়ে আমি ‘শুক-খণ্ড', ‘রত্নসেন-জন্ম-খণ্ড’ 'বনিজারা-খণ্ড’, ‘নাগমতী- শুক-সংবাদ খণ্ড', এবং 'রাজা-শুক-সংবাদ খণ্ড' একসঙ্গে আলোচনা করেছি। মূলের সব কয়টি সর্গ ই শুক-সংক্রান্ত ব'লে আলোচনায় এ অধ্যায়ের নাম ‘শুক-খণ্ড' রাখা হ'ল ৷ মূলের শুক-খণ্ডের জায়সীর পাঠের অনুবাদ নিম্নে প্রদত্ত হচ্ছে।‘দুলারী’ ' পদ্মাবতী সেখানে অর্থাৎ মান সরোবরে খেলছিল। অন্য দিকে রাজমহলে বিড়াল দেখে শুরু বিচার করল যে যতদিন শরীরে পাখা আছে ততদিন উড়ে চলাই বাঞ্ছনীয়। সে প্রাণ বাঁচিয়ে বনে উড়ে এল। সেখানে অনেক পক্ষীর সঙ্গে তার সাক্ষাৎ হ'ল৷ তারা সবাই তাকে আদর ক'রে তার সামনে এক ফলিত শাখা রাখল। যতক্ষণ খাদ্য মানুষের জন্য প্রস্তুত থাকে, ততক্ষণ তা' কোনক্রমেই নিঃশেষ হয় না। 

Downloads

Download data is not yet available.
cover

Downloads

Published

1966-12-16

How to Cite

জায়সী ও আলাওল [শুক-খণ্ডের তুলনামূলক আলোচনা]. (1966). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 10(2), 1-50. https://doi.org/10.62328/sp.v10i2.1