একটি লোককাহিনীর পাঠ-পর্যালোচনা (নায়কের প্রত্যাগমনে সাহায্যকারী বালিকা)

DOI: https://doi.org/10.62328/sp.v10i2.2

Authors

  • মযহারুল ইসলাম Author

Abstract

১৮৩৫ খৃষ্টাব্দে ইলিয়াস লোনরট নামক ফিনল্যাণ্ডের একজন লোকসাহিত্যরসিক সে দেশের বীরকাহিনীমূলক লোকগীতিকা সংগ্রহ করেন এবং এগুলোর পারস্পরিক যোগসূত্র রক্ষা করে গ্রন্থাকারে প্রকাশ করেন। ফিনল্যাণ্ডের জাতীয় মহাকাব্য “কালভালা”র মূল অনুপ্রেরণার উৎস এই লোকগীতিকাসমূহ৷ এরপর থেকে ক্রমেই লোকসাহিত্য সম্পর্কে ফিনল্যাণ্ডে অনুসন্ধিৎসা বৃদ্ধি পেতে থাকে। লোনরটের যোগ্য শিষ্য জুলিয়াস ক্রোন আজীবন কালভেলার গল্প-চক্র নিয়ে গবেষণা করেন এবং বীরগাথাসমূহের ইতিহাস সন্ধানের একটি উপায় নির্ধারণ করতে প্রয়াস পান। এই উপায় বা পদ্ধতিকে তিনি নাম দেন ঐতিহাসিক-ভৌগোলিক পদ্ধতি (Historic Geographic Method)। জুলিয়াস ক্রোনের পুত্র কার্ল ক্রোন লোকগল্পের ক্ষেত্রে এই পদ্ধতি প্রথম প্রয়োগ করেন এবং একটি লোকগল্পের ইতিহাস-নির্ণয়ে সার্থকতা অর্জন করেন। ১৮৮৬ খৃষ্টাব্দে ফিনল্যাণ্ডের অতিপরিচিত কতকগুলো প্রাণীমূলক লোককাহিনী নিয়ে পি-এইচ. ডি. উপাধির জন্য তিনি নিবন্ধ লেখেন এবং এই নিবন্ধে সর্বপ্রথম তিনি বাঘ ও শৃগালের কাহিনীর ক্ষেত্রে ঐতিহাসিক ও ভৌগোলিক পদ্ধতি সার্থকভাবে প্রয়োগ করেন। 

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1966-12-16

How to Cite

একটি লোককাহিনীর পাঠ-পর্যালোচনা (নায়কের প্রত্যাগমনে সাহায্যকারী বালিকা). (1966). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 10(2), 51-100. https://doi.org/10.62328/sp.v10i2.2