একটি প্রশস্তি কবিতা

DOI: https://doi.org/10.62328/sp.v10i2.3

Authors

  • আহমদ শরীফ University of Dhaka Author

Abstract

মধ্যযুগের বাঙলায় খণ্ড কবিতা বিরল৷ পাঁচালীর উপক্রমে স্তব-প্রশস্তি-বন্দনাদি রয়েছে বটে, কিন্তু স্বয়ংসম্পূর্ণ কবিতা হিসেবে এরূপ বাঙলা রচনার অস্তিত্ব দুর্লক্ষ্য। হিন্দু-রচিত পাঁচালীতে থাকে নানা দেবদেবীর বন্দনা, মুসলিম-লিখিত কাব্যে পাই হাম্দ (আল্লাহ-স্তুতি), না'ত (রসুল-প্রশস্তি) এবং আসহাব, পীর ও পিতামাতার উদ্দেশে প্রণাম। আমাদের আলোচ্য স্তুতিটি একটি স্বয়ংসম্পূর্ণ রচনা। এটিই কবি ও কবিতার স্বাতন্ত্র্যের সাক্ষ্য। আবদুল করিম সাহিত্যবিশারদ এর নাম দিয়েছিলেন “জগদীশ্বর স্তোত্র”। এ নাম তাৎপর্যপূর্ণ। কেবল “ঈশ্বর- বন্দনা” বললে এর তাৎপর্য অনেকখানিই থাকত অপ্রকটিত। কবিতাটি আঙ্গিকে স্তোত্র জাতীয় হলেও কসিদা, বন্দনা, স্তব কিংবা প্রশস্তিমূলক কবিতায় দুর্লভ ভাব-চিন্তা একে বিশিষ্ট করে তুলেছে।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1966-12-16

How to Cite

একটি প্রশস্তি কবিতা . (1966). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 10(2), 101-116. https://doi.org/10.62328/sp.v10i2.3