ফেলিক্স কেরী : একটি বৈচিত্র্যময় জীবন

Abstract
উইলিয়াম কেরী, জশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড—শ্রীরামপুরের এই তিন দিকপাল সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছে। ধর্ম প্রচারক, শিক্ষাব্রতী, গ্রন্থকার, সংকলক, অনুবাদক এবং মুদ্রাকর ও প্রকাশক হিসাবে তাঁদের ঐকান্তিক পরিশ্রমের বিষয়ে বহু বিবরণ লিপিবদ্ধ হয়েছে এবং হচ্ছে। প্রত্যেকটি ক্ষেত্রেই তাঁদের যুগান্তকারী দান রয়েছে। তাঁদের জীবনাবসানের পর তাঁদের এই মহৎ দায়িত্বভার তাঁদের বংশধরদের উপর অর্পিত হয় বটে, কিন্তু তাঁদের বংশধররা সবাই তাঁদের মত সুযোগ্য ব্যক্তি ছিলেন না। এঁদের মধ্যে ডাঃ উইলিয়াম কেরীর জ্যেষ্ঠ পুত্র ফেলিক্স কেরী বহুমুখী প্রচেষ্টার মারফতে খ্যাতি, সুনাম ও প্রতিষ্ঠা অর্জনের প্রয়াস পেয়েছিলেন, যদিও সেগুলির কোনো ক্ষেত্রে তিনি সম্পুর্ণ সাফল্য লাভ করতে পারেননি। অস্থিরচিত্ত ফেলিক্স কেরী তাঁর পিতার ন্যায় ধীর, বিবেচক, চিন্তাশীল ও কর্মনিষ্ঠ ছিলেন না। তিনি অনেক কিছুতেই নিজেকে জড়িত করেছিলেন এবং প্রত্যেক ক্ষেত্রেই কিছুটা সম্ভাবনার প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত অধ্য- বসায়ের অভাবে তেমন সাফল্য লাভ করতে পারেন নি। তবে একথা বললে সত্যের অপলাপ করা হবে যে কোন কিছুতেই তাঁর দান একেবারেই ছিল না। তাঁর অবদান নিতান্ত অকিঞ্চিৎকর ছিল না। সমকালীন একাধিক বিবরণীতে তাঁকে, ভারত-প্রবাসী ইউরোপীয়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ বহুভাষাবিদ বলে আখ্যায়িত করা হয়েছে। বাংলা গ্রন্থসমূহ সংকলনে, ইংরেজী থেকে বাংলায় অনুবাদ-কার্যে এবং বর্মী ভাষার অনুশীলনে তাঁর দানকে অত্যন্ত মূল্যবান বলে স্বীকার করতে হবে।
Downloads

Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1966 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.