বংস সাহিত্য পরিচিতি

DOI: https://doi.org/10.62328/sp.v10i2.6

Authors

  • রবীন্দ্র বিজয় বড়ুয়া Author

Abstract

যে সমস্ত দেশ পাক-ভারতীয় সংস্কৃতিকে আপন করিয়া লইয়াছে তাহার মধ্যে সিংহল ও ব্রহ্মদেশের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য। এই দেশের ভাষা, সাহিত্য, ধর্ম, কৃষ্টি, আচার অনুষ্ঠান, শিল্প ভাস্কর্য প্রভৃতি সর্বক্ষেত্রে পাক-ভারতীয় সংস্কৃতির প্রভাব পরিস্ফুট। এই দেশের ভিক্ষুসংঘ নিজেরা ধর্মপ্রচার করিয়াই ক্ষান্ত থাকেন নাই৷ তাঁহাদের মাধ্যমে পাক-ভারতীয় ধর্ম, সমাজ, রাষ্ট্রনীতি, লিপি, ভাষা ও সাহিত্যের বীজ ঐদেশে অঙ্কুরিত ও পল্লবিত হইয়া যুগ যুগ ধরিয়া আপামর জনসাধারণের আধ্যাত্মিক ও পারমার্থিক খোরাক মিটাইয়াছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিংহল, ব্রহ্ম, শ্যাম প্রভৃতি দেশে বৌদ্ধসংস্কৃতির জীবন্ত- রূপ দেখিয়া মন্তব্য করিয়াছিলেন, “ভারতের সত্যের ঐশ্বর্যকে জানতে হলে সমুদ্রপারে ভারতবর্ষের সুদূর দানের ক্ষেত্রে যেতে হয়৷

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1966-12-16

How to Cite

বংস সাহিত্য পরিচিতি. (1966). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 10(2), 193-248. https://doi.org/10.62328/sp.v10i2.6