মনবান ও মুহম্মদ কবীর – তুলনামূলক সমালোচনা

DOI: https://doi.org/10.62328/sp.v12i2.1

Authors

  • মমতাজুর রহমান তরফদার Author

Abstract

মনঝনের হিন্দী ‘মধুমালতী' কাব্যের সঙ্গে মুহম্মদ কবীর বিরচিত বাংলা ‘মধুমালতী' কাব্যের সম্পর্ক সম্বন্ধে আজ পর্যন্ত দু'টি মতবাদ প্রচারিত হয়েছে। প্রথম মতবাদটি এই: কোনো এক অজ্ঞাতনামা কবি কর্তৃক ১৬৪৯ খ্রীস্টাব্দে রচিত 'কিসসা- এ-মধু-মালত ওয়া কুনওয়-মনোহর' নামক ফারসী কাব্য অবলম্বনে মুহম্মদ কবীর বাংলা কাব্যখানি লিখেছিলেন এবং ভণিতায় তিনি উক্ত ফারসী কাব্যের প্রতি ইঙ্গিত করেছেন। তাছাড়া বাংলা কাব্যের কতকগুলো অংশ ফারসী কাব্যের অংশ বিশেষের সঙ্গে সাদৃশ্য-বহুল। বর্তমান লেখক এই মতবাদ লিপিবদ্ধ করেন 'সাহিত্য পত্রিকা' ১৩৭০ সালের বর্ষা সংখ্যায়। এই মতের বিরোধিতা করে সৈয়দ আলী আহসান এই পত্রিকার ১৩৭১ সালের সংখ্যায় বলেন যে বাংলা কাব্যটি হিন্দী কাব্যের সংক্ষেপিত অনুবাদ এবং ফারসীর সঙ্গে বাংলার যেটুকু মিল দেখা যায়, তা তথ্যগত, ভাষাগত নয়। সম্প্রতি বর্তমান লেখক 'ইতিহাস' পত্রিকার প্রথম সংখ্যায় দেখিয়েছেন যে বাংলা কাব্যে বিধৃত রূপ বর্ণনার সঙ্গে হিন্দী ‘নখ-শিখ-বর্ণনের' কিছুমাত্র মিল নেই এবং মূল কাব্যের বহু উপকরণ বাংলা কাব্যে সম্পূর্ণ অনুপস্থিত। তাছাড়া কাহিনীতে চরিত্র সংস্থানের ব্যাপারেও ফারসীর সঙ্গে বাংলায় কিছু কিছু সাদৃশ্য পরিলক্ষিত হচ্ছে, পরস্পর বিরোধী এই মত দু'টি প্রকাশিত হবার পর বর্তমান লেখক বাংলা ও হিন্দী কাব্য দু'টিকে পাশাপাশি রেখে আরও পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে চেষ্টা করেছেন। বর্তমান প্রবন্ধ সেই প্রচেষ্টারই ফল।

Downloads

Download data is not yet available.

Downloads

Published

1968-12-16

How to Cite

মনবান ও মুহম্মদ কবীর – তুলনামূলক সমালোচনা . (1968). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 12(2), 1-25. https://doi.org/10.62328/sp.v12i2.1