রবীন্দ্রনাথের উপন্যাস : দেশ-কাল ও শিল্পরূপ

Abstract
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববরেণ্য কবি। অনেকাংশে এ কারণে তাঁর কাব্য মূল্য বিচারের প্রয়াস সমালোচক মহলে প্রথম থেকে লক্ষ্য করা যায়; তাঁর কাব্যশিল্পকে কেন্দ্র করে শতাধিক মূল্যবান গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক কালে রবীন্দ্রনাথের সঙ্গীত, চিত্রকলা, নাটক এবং ছোটগল্প নিয়েও মোটামুটি আলোচনা হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাসশিল্প সম্পর্কে সমালোচকগণের অনীহা উল্লেখযোগ্য। পূর্ব পাকিস্তানে রবীন্দ্রউপন্যাসকে কেন্দ্র করে কোন সমালোচনা গ্রন্থ এপর্যন্ত প্রকাশিত হয়নি; এবং পশ্চিম বাংলায়ও এমন কোন গ্রন্থ নেই যেখানে রবীন্দ্র উপন্যাসের সামগ্রিক বিশ্লেষণ আমরা পেতি পারি। যাঁদের আলোচনা আমরা সচরাচর পেয়ে থাকি তাদের মধ্যে শ্রীকুমার বন্দোপাধ্যায়, সুবোধ সেনগুপ্ত, সুকুমার সেন এবং নীহার রঞ্জন রায় প্রধান। কিন্তু এরা প্রত্যেকেই ইতিহাসমূলক গ্রন্থ রচনা করেছেন, সুতরাং উপন্যাস আলোচনা প্রাসঙ্গিক হয়েছে অনেকাংশে উক্ত গ্রন্থের সামগ্রিকতা সম্পাদনের প্রয়োজনে। এছাড়াও, তাঁদের আলোচনা দেশ-কাল এবং রবীন্দ্রব্যক্তিত্বের সামগ্রিক প্রবণতানুসারে হয়নি। যদিও রবীন্দ্রনাথের শিল্পদৃষ্টি সম্পর্কে বিচ্ছিন্ন ভাবে অনেক অন্তগূঢ় সারকথা তাঁরা বলেছেন। পরবর্তীকালের সমালোচকদের মধ্যে সরোজ বন্দোপাধ্যায় উল্লেখযোগ্য। তাঁর গ্রন্থও ইতিহাসমূলক রচনা, রবীন্দ্র উপন্যাস সেখানে অতিদ্রুত আলোচিত হয়েছে। ফলে তিনি নবতর দৃষ্টিভঙ্গির আরোপ করেছেন সত্য, তবে তা অসম্পূর্ণতাবোধে খণ্ডিত। রবীন্দ্র শিল্পদৃষ্টি ও বৈশিষ্ট্য সম্পর্কে স্থিতধী বোধ গড়ে তোলা যায় এমন কোন প্রয়াস সেখানে দুর্লক্ষ্য। পক্ষান্তরে বুদ্ধদেব বসুর স্ব-বিরোধিত। বিভ্রান্তিজনক। আমরা যথাস্থানে উক্ত সত্যগুলি নিয়ে প্রয়োজনানুসারী আলোচনা করেছি।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1968 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.