বাংলা সাহিত্যের কথা (প্রথম খণ্ড — প্রাচীন যুগ)

Abstract
সর্বজনশ্রদ্ধেয় পণ্ডিত ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ,-রচিত 'বাংলা সাহিত্যের কথা' (প্রথম খণ্ড : ঢাকা ১৯৫৩, দ্বিতীয় খণ্ড : ঢাকা ১৯৬৪) প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের ছাত্র, শিক্ষক ও গবেষকের কাছে অসাধারণ সমাদর লাভ করে। এটা স্বাভাবিকও। অর্ধশতাব্দী ধরে যিনি বাংলা ভাষা ও সাহিত্যের নিরলস সাধনা করেছেন, এ বিষয়ে যাঁর মৌলিক বক্তব্য আমাদের জ্ঞানের দিগন্তকে প্রসারিত করেছে, ভাষাতত্ত্বে ও বহু ভাষায় যাঁর অগাধ পাণ্ডিত্য, জ্ঞানের ক্ষেত্রে যাঁর নিষ্ঠা দেশে-বিদেশে স্বীকৃত-তাঁর কাছ থেকে বাংলা ভাষা ও সাহিত্যের সামগ্রিক একটি ইতিহাস আমরা দীর্ঘকাল ধরে প্রত্যাশা করেছিলাম। তাঁর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' (ঢাকা ১৯৬৫) এবং ‘বাংলা সাহিত্যের কথা' (দু খণ্ড) আমাদের সে প্রত্যাশাকে অনেকখানি পূর্ণ করেছে।
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 1968 সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.