সৈয়দ ওয়ালীউল্লাহ্র ছোটগল্পে দৃষ্টিপাতের ভাষা
![](https://demo.codexcafe.net/ojs3/plugins/themes/ajsrp/img/doi_logo.jpg)
Keywords:
সৈয়দ শাহরিয়ার রহমান, সৈয়দ ওয়ালীউল্লাহ্র ছোটগল্প, দৃষ্টিপাতের ভাষাAbstract
সারসংক্ষেপ: সৈয়দ ওয়ালীউল্লাহ্র ছোটগল্পে বিধৃত বিভিন্ন চরিত্র চোখের চাহনিতে কীভাবে আবেগ ও অনুভবকে লালন করে, প্রকাশ করে কিংবা অপ্রকাশিত রেখে পাঠককে রহস্যভেদ করার আনন্দে উদ্দীপিত করতে উদ্যোগী হয় সেইসব – মাত্রাবহুল দৃষ্টিপাতের বিশ্লেষণ বর্তমান প্রবন্ধের লক্ষ্য। এতে লেখকের ছোটগল্প থেকে। নির্বাচিত কয়েকটির পাঠ এই বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়েছে। এর অর্থ এই নয় যে, সৈয়দ ওয়ালীউল্লাহ্ কেবল উপস্থাপিত গল্পসমূহেই এই নান্দনিক কৌশল প্রয়োগ করেছেন; তবে, বিশ্লেষিত গল্পপাঠের সূত্রে দৃষ্টিপাতের ভাষা সৃজনে তাঁর শৈল্পিক দক্ষতা অনুধাবন করা সম্ভব হবে বলে আশা করা যায়।
![Shahitto Potrika Vol. 58 Issue 3 2023](https://journal.bangla.du.ac.bd/public/journals/1/submission_7_7_coverImage_en.jpg)