সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস : আত্মজৈবনিক রাজনৈতিকতা

DOI: https://doi.org/10.62328/sp.Centennial-Special-Issue.5

Authors

  • বেগম আকতার কামাল University of Dhaka Author

Abstract

কোনো সৃজনশীল কবি যখন উপন্যাস রচনা করেন তখন আমরা সেই উপন্যাসের গদ্যস্বরে কবির সংবেদন ও অন্তর্লীন আত্মগহনতাকেই খুঁজি। আর আত্মজৈবনিক উপন্যাস হলে তো কথাই নেই, স্বয়ং কবির ভাবাদর্শ, টোন ও ভাষারূপের মুখোমুখি হই। এ-সূত্রেই জীবনানন্দ বলেন যে, উপন্যাস হচ্ছে Diversified Autobiography । কিন্তু উপন্যাস তো জাতির রূপকও – National allegory - ব্যক্তিমানুষের অবয়বে জাতিগোষ্ঠীর স্থানকালের জীবনকথার বয়ান। মার্কসীয় তত্ত্বাদর্শী কবি সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস রচনাটিকে আমরা বলতে পারি আত্মজৈবনিক ও রাজনৈতিক পটকথার মধ্যে বহুজীবনলগ্ন ব্যক্তির মন ও মননের গদ্যশৈলী। এতে রাজনীতির বয়ানের সঙ্গে শ্রেণিমানুষ আর তাদের স্বপ্ন-সংগ্রাম-যাপনের মনস্তাত্ত্বিক জটিলতাও সমান্তরাল। আর জড়িয়ে আছে কবির জীবনাভিজ্ঞান ও সংবেদন।

cover

Downloads

Published

2022-06-01

How to Cite

সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস : আত্মজৈবনিক রাজনৈতিকতা. (2022). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, ৮৯-৯৮. https://doi.org/10.62328/sp.Centennial-Special-Issue.5