আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প: প্রসঙ্গ শ্রেণিদ্বন্দ্ব

DOI: https://doi.org/10.62328/sp.v58i1-2.9

Authors

Keywords:

আখতারুজ্জামান ইলিয়াস, ছোটগল্প, শ্রেণিদ্বন্দ্ব , বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের ছোটগল্প, শ্রেণিচেতনা, শ্রেণিসংগ্রাম

Abstract

সারসংক্ষেপ: গত শতাব্দীর শেষ চার দশকের বাংলাদেশের আর্থ-সামজিক ও রাজনৈতিক পটপরিবর্তনের কথকতা আখতারুজ্জামান ইলিয়াসের (১৯৪৩-১৯৯৭) গল্পশিল্পের বিষয়বস্তু। স্বল্পপ্রসূ এ লেখকের গল্পসমূহে উন্মোচিত হয়েছে এদেশের কেন্দ্র থেকে প্রান্তস্পর্শী মানুষের দ্বন্দ্বজটিল জীবনবাস্তবতার স্বরূপ। বাংলাদেশের সমাজসংগঠনে সামাজিক শ্রেণিবিন্যাস, শ্রেণিশোষণ ও প্রান্তিক মানুষের শ্রেণিচেতনায় উজ্জীবনের ইতিহাস ইলিয়াসের বেশ কিছু গল্পের উপজীব্য বিষয়। শ্রেণিসচেতন লেখক হিসেবে ইলিয়াস তাঁর গল্পে শ্রেণিবিভাজিত সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যকার দ্বন্দ্বসমূহ যেমন চিহ্নিত করেছেন তেমনি শোষণমুক্তির প্রচেষ্টায় শ্রমজীবী মানুষের সংগ্রামী ঐক্যের প্রতিও জানিয়েছেন অকুণ্ঠ সমর্থন। বর্তমান প্রবন্ধে আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পে শ্রেণিদ্বন্দ্বের স্বরূপ উদ্‌ঘাটনে প্রয়াসী হয়েছি।

References

আখতারুজ্জামান ইলিয়াস, ২০১৬। রচনাসমগ্র-১, মাওলা ব্রদার্স, ঢাকা।

আলাউদ্দিন মণ্ডল, ২০১৬। আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প: পাঠকৃতির নন্দন, মাওলা ব্রাদার্স, ঢাকা।

আলাউদ্দিন মণ্ডল, ২০০৯। আখতারুজ্জামান ইলিয়াস নির্মাণে বিনির্মাণে, মাওলা ব্রাদার্স, ঢাকা।

আসমা জাহান, ২০১৯। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসে শ্রেণিচেতনা ও অস্তিত্ব অন্বেষা (পিএইচ.ডি. অভিসন্দর্ভ), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস, ১৯৭৫। রচনা সংকলন (প্রথম খণ্ড), প্রগতি প্রকাশন, মস্কো।

কুন্তল চট্টোপাধ্যায়, ২০১৮। সাহিত্যের রূপ-রীতি ও অন্যান্য প্রসঙ্গ, রত্নাবলী, কলকাতা।

গোপাল হালদার, ১৯৭৪। সংস্কৃতির রূপান্তর, মুক্তধারা, ঢাকা।

জাফর আহমদ রাশেদ, ২০১২। আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা।

মোছাঃ শামিমা নাসরিন, ২০১৬। আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পে সমাজগতির রূপায়ণ (এম.ফিল. অভিসন্দর্ভ), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

মোহাম্মদ আজম, ২০১৪। ‘চিলেকোঠার সেপাই জীবনবোধ ও প্রকাশরীতির কয়েকটি দিক’, মোহাম্মদ শাকেরউল্লাহ সম্পাদিত ঊষালোকে, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা সংখ্যা, নব পর্যায় অষ্টম সংখ্যা, পৃ. ৪৮।

মোহাম্মদ হাননান, ১৯৯৪। বাংলা সাহিত্যে মতাদর্শগত বিরোধ ও শ্রেণীদ্বন্দ্ব, বাংলা একাডেমি, ঢাকা।

শাহাদুজ্জামান, ২০০৭। কথা পরম্পরা, পাঠক সমাবেশ, ঢাকা।

সরিফা সালোয়া ডিনা, ২০১০। হাসান আজিজুল হক ও আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প: বিষয় ও প্রকরণ, বাংলা একাডেমি, ঢাকা।

সুশান্ত পাল, ২০১৮। উজান যাত্রার কথক আখতারুজ্জামান ইলিয়াস, পুনশ্চ, কলকাতা।

সুশান্ত মজুমদার, ২০১৬। ‘আখতারুজ্জামান ইলিয়াস: দ্বৈরথ সমর’, এজাজ ইউসুফী সম্পাদিত লিরিক, আখতারুজ্জামান ইলিয়াস বিশেষ সংখ্যা, বাতিঘর, চট্টগ্রাম।

হাসান আজিজুল হক, ২০১৮। আমার ইলিয়াস, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা।

cover

Downloads

Published

2023-02-01

How to Cite

আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প: প্রসঙ্গ শ্রেণিদ্বন্দ্ব. (2023). সাহিত্য পত্রিকা - Shahitto Potrika | University of Dhaka, 58(1-2), ১৮১-২০৩. https://doi.org/10.62328/sp.v58i1-2.9